মামা ডাক এতো জনপ্রিয় কেন

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

চলতে ফিরতে বিশেষ করে জেন জি’র মুখে আজকাল সবচেয়ে বেশি শোনা যায় একটি শব্দ মামা। রিক্সাওয়ালা, গাড়িচালক, দোকানদার, ফুসকাওয়ালা, বন্ধুবান্ধব সবাই যেন অবলীলায় একে অপরের মামা। এই ডাকে বয়স, পেশা, সম্পর্ক সবকিছুতেই যেন নেই কোনো বাঁধা। এই শব্দটি যেন হয়ে উঠেছে এক নতুন সংস্কৃতি।

কিন্তু কেন ও কিভাবে এই মামা ডাক এতো জনপ্রিয় হয়ে উঠে। যেখানে মায়ের ভাইকে মামা বলে ডাকতে অভ্যাস্ত হওয়ার কথা। সেখানে নগরীতে এই সম্পর্কটি যেন এখন একে অপরের ডাকার মাধ্যম হয়ে গেছে। এখন সত্যিই কেউ মায়ের ভাই কে মামা ডাকলেও অনেকেই ভাববেন এই তার আসল মামা নয়। মামা ভাগ্নের সম্পর্ক সাধারণত বন্ধুত্বপূর্ণ এবং হাসি মজার। তাই বলে বন্ধুকেও মামা ডাকতে হবে? এই কেমন কথা। কেন সবাই একে অপরকে মামা বলে ডাকছে? এটা কি শুধু দুষ্টুমি? নাকি এর পিছনে বিশেষ কোনো কারণ লুকিয়ে রয়েছে।

অনেকেই বলছে মামা শব্দের মাধ্যমে সম্পর্ককে হালকা ও মজার করতে চাইছেন। কিছু মানুষ এই শব্দটি ঠাট্টার ছলেও ব্যাবহার করেন। আবার অনেকের মতে মামা ডাকার মাধ্যমে একজন অপরকে সহজ ভাবে গ্রহণ করার ইচ্ছে প্রকাশ করেন। বন্ধু তার বন্ধুকে বলছে মামা। আবার সেই বন্ধুর মা কে আন্টি আর বন্ধুর বাবা কে আংকেল ডাকছে। এ কেমন কথা।

তবে মজার ব্যাপার হলো এই মামা ডাকার ব্যাপকতা এতোটাই বেড়ে গেছে যে এটি অনেকের কাছে স্বাভাবিকই মনে হয়। রিক্সাচালকদের আগে প্যাডেলার ডাকা হলেও এখন ডাকা হয় মামা। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায় মামা ডাক কেন এমন একটা অযৌক্তিক প্রচলন তৈরী করেছে? সমাজের বিভিন্ন ক্ষেত্রে যৌক্তিক সম্বোধন হিসেবে ভাই ডাক প্রচলিত। এটি ধর্ম সৃকৃত এবং সামাজিক দিক থেকেও গ্রহণযোগ্য।

কিন্তু এই মামা ডাকের মধ্যে সেই শালীনতা কিংবা শ্রদ্ধাবোধ কতোটা রয়েছে? তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। কিছু মানুষ মামা ডাকে ঠাট্টার ছলে আবার কেউ সম্পর্ক কে হালকা করার জন্য। যদিও অফিসের বস কিংবা মুরব্বিদের ক্ষেত্রে কেউ সাধারণত মামা বলে ডাকতে পারে না। তার পরেও কেন সাধারণ মানুষদের ক্ষেত্রে এটির প্রচলন বাড়ছে। জানাতে পারেন আপনার মতামত।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.