স্বাধীন বাংলা বেতারের কালজয়ী গান নিয়ে স্বপ্নতরীর ‘রণাঙ্গনের চিরন্তনী সুর‘

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

স্বাধীনতা যুদ্ধ চলাকালে পাক সরকারের দখলকৃত এলাকার ৬টা বেতার কেন্দ্র থেকে অবিরাম প্রচ-ভাবে মুক্তিযোদ্ধা ও বাঙালী জাতির বিরুদ্ধে ভয়াবহভাবে মিথ্যাচার এবং অপপ্রচার চালানো হয়েছে। তার বিরুদ্ধে জবাব দেয়া হয়েছে একমাত্র স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে। ১৯৭১ সালের ২৫ মার্চে রাতে পাকিস্তানী হানাদার বাহিনী বাংলার মানুষের ওপর নারকীয় হত্যাকা- ও ধ্বংসযজ্ঞ চালায়। খুনীদের হাত থেকে রক্ষার জন্য অসংখ্য মানুষ দেশ ত্যাগ করে প্রতিবেশী রাষ্ট্র ভারতে গিয়ে আশ্রয় গ্রহণ করে। সেই সঙ্গে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শুভ সূচনা হয়েছিল মুজিবনগরে পঞ্চাশ কিলোওয়াট মাধ্যম তরঙ্গ শক্তি সম্পন্ন ২৫ মে, ১৯৭১।

প্রথম থেকেই উৎসাহ-উদ্দীপনার সঙ্গে শুরু হয়েছিল এই বেতার কেন্দ্রের অনুষ্ঠান প্রচার। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে এক অবিস্মরণীয় ভূমিকা রয়েছে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের। এবার স্বাধীন বাংলা বেতারের কালজয়ী বেশ কিছু গান নিয়ে ‘রণাঙ্গনের চিরন্তনী সুর‘ নামে একটি অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে ফেসবুক কেন্দ্রিক সাংস্কৃতিক সংগঠন ‘স্বপ্নতরী’।

আগামী ৮ ডিসেম্বর চট্টগ্রাম নগরের থিয়েটার ইনস্টিটিউটে সন্ধ্যা ছয়টায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান উদ্বোধন করবেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. অনুপম সেন। শুদ্ধ সংস্কৃতিকে ধারণ করে পথ চলছে ‘স্বপ্নতরী’। এর ধারাবাহিকতায় এবারের আয়োজন। এবারের আয়োজনে স্বপ্নতরীর শিল্পীরা স্বাধীন বাংলা বেতারের কালজয়ী গানসমূহ পরিবেশন করবেন।

অনুষ্ঠানটি সকলের জন্য উন্মুক্ত থাকবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.