আইআইইউসি সিএসই ইন্টার সেমিস্টার ফুটবল কার্নিভাল-২০২২ সম্পন্ন

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের কম্পিউটার ক্লাবের উদ্যোগে আয়োজিত হয় সিএসই ইন্টার সেমিস্টার ফুটবল কার্নিভাল-২০২২। ১২ দলের ১২ টি ম্যাচের টানটান উত্তেজনাপূর্ণ নক আউট ফুটবল টুর্নামেন্টের প্রতিটি দলই মরিয়া ছিল ট্রফিকে নিজের করে নিতে।

ফেস্টুন, ব্যানার, কোলাহল আর হইহল্লায় সপ্তাহজুড়ে মেতে ছিল পুরো ডিপার্টমেন্ট। চায়ের দোকান থেকে ক্লাসরুম, সবখানেই আলোচনার মূল বিষয় ছিল কে হতে যাচ্ছে শিরোপাধারী। সপ্তাহব্যাপী চলা এই টুর্নামেন্টের চূড়ান্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ছিলেন কম্পিউটার ক্লাবের প্রেসিডেন্ট , কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সম্মানিত চেয়ারম্যান প্রফেসর ডঃ ইঞ্জিনিয়ার আব্দুল কাদের মোহাম্মদ মাসুম । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক প্রফেসর মুহাম্মাদ শামসুল আলম। অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন কম্পিউটার ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ও বিশ্ববিদ্যালয়ের আইটি ডিরেক্টর জিয়াউর রহমান, কম্পিউটার ক্লাবের ট্রেজারার এবিএম ইয়াসির আরাফাত ও বিভাগের সহকারী অধ্যাপক লায়ন মোঃ খোরশেদ আলী ।

শিক্ষক ছাত্রের এক বাঁধভাঙা মিলনমেলা গড়ে উঠে পুরস্কার বিতরণী দিনে। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে “এম্বেডেড ফিফটি” ও “টেক্সান্স এফসি” মুখোমুখি হয়। হাড্ডাহাড্ডি লড়াই এর এই ম্যাচে ২ গোলের ব্যবধানে “এম্বেডেড ফিফটি” এগিয়ে থাকলেও শিরোপাকে নিজের করে নিতে পারে নি। এক অসাধারণ কামব্যাক করে “টেক্সান্স এফসি”।

জয়লাভ করে শিরোপাকে নিজেদের করে নেয় দ্বিতীয় সেমিস্টারের এই দলটি। ফাইনাল ম্যাচে ম্যান অভ দ্যা ম্যাচ হয় ” টেক্সান এফসি” এর খেলোয়াড় কামরুল। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয় শাহাদাত হোসাইন আরভি(টেক্সান এফসি)। টুর্নামেন্টের সেরা গোলকিপার নির্বাচিত হয় এম্বেডেড ফিফটির গোলকিপার সাজ্জাদ গনি শোভন। খেলায় মনমুগ্ধকর ধারাভাষ্যকার হিসেবে উপস্থিত ছিলেন কম্পিউটার ক্লাবের জি এস শহিদুল ইসলাম হৃদয়।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.