ডিসেম্বরে যখন বিশ্বকাপ ফুটবলের টানটান উত্তেজনায় থাকবে ক্রীড়াপ্রেমিরা, তখন দুই টেস্ট ও তিন ওয়ান ডে সিরিজ খেলতে পূর্ণাঙ্গ সফরে বাংলাদেশ আসবে ভারত। ১ ডিসেম্বর বাংলাদেশের মাটিতে পা রাখবে ভারতের ওডিআই টিম, ৪ ডিসেম্বর মাঠে গড়াবে প্রথম ওয়ান ডে। এরপর ৭ ও ১০ ডিসেম্বর শেষ দুই ওয়ান ডে’তে মুখোমুখি হবে দুই দল।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (২০ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওয়ান ডে সিরিজের সব ক’টি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। দুই টেস্টের শেষ ম্যাচটিও এখানেই খেলবে দুই দল। প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে চট্টগ্রাম জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে।
আরও পড়ুন: বৃষ্টি ভাসিয়ে নিল শেষ প্রস্তুতি
টেস্ট ম্যাচ দিয়েই বাংলাদেশের সফর শেষ করবে ভারত। প্রথম টেস্ট শুরু হবে ১৪ ডিসেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। আর সফরের শেষ ম্যাচটি হবে মিরপুরে ২২ ডিসেম্বর। টেস্ট ম্যাচ দুটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।
২০১৫ সালে সর্বশেষ বাংলাদেশ সফরে এসেছিল ভারত। ৭ বছর পর আবারও বাংলাদেশে আসছে ভারতীয় দল। ২০১৫ বিশ্বকাপের পর থেকেই ভারত-বাংলাদেশ মানেই অন্যরকম উন্মাদনা। দুই দেশের ক্রিকেটপ্রেমিদের মধ্যেই আলাদা উত্তেজনা বিরাজ করে। র্যাংকিং আর পরিসংখ্যানে অনেক এগিয়ে থাকা ভারতকে ছাড় দিতে রাজি নয় বাংলাদেশ।