সরে দাঁড়ালেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী, চাপে লিজ ট্রাস

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

যুক্তরাজ্যের কট্টরপন্থী স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্র্যাভারম্যান তার পদ থেকে পদত্যাগ করেছেন। প্রধানমন্ত্রী তার অর্থমন্ত্রী কোয়াটেংকে বরখাস্ত করার রেশ না কাটতেই স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করেছেন। স্থানীয় সময় বুধবার (১৯ অক্টোবর) বিকেলে তিনি প্রধানমন্ত্রী লিজ ট্রাসের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছে বিবিসি।

তার ডানপন্থী অর্থনৈতিক এজেন্ডা উন্মোচিত হওয়ার পরে প্রধানমন্ত্রী লিজ ট্রাসের টিকে থাকার সম্ভাবনা নিয়ে আরও সন্দেহ দেখা দিয়েছে। লিজ ট্রাস ইতোমধ্যে নিজ দলের এমপিদের ব্যাপক অসন্তোষের মুখে রয়েছেন।  এমন সঙ্কটময় সময়ে সুয়েলা ব্রাভারম্যানের পদত্যাগ দেশটির সরকারের শীর্ষ পর্যায়ে আরও অশান্তি বাড়াবে।

এর আগে, ট্যাক্স ইস্যুতে পদত্যাগ করেন অর্থমন্ত্রী কাওয়াসি কোয়ারতেং।  এরপরই গুঞ্জন ওঠে প্রধানমন্ত্রীকেও শিগগির পদত্যাগ করতে হতে পারে।

আরও পড়ুন: আমরা খুব দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফেলি: লিজ ট্রাস

বিবিসির প্রতিবেদনে জানানো হয়, সুয়েলা মন্ত্রিপরিষদের দুটি নীতি ভঙ্গ করেন।  প্রথমত সরকারি কাজে তিনি ব্যক্তিগত ই-মেইল ব্যবহার করেন।  দ্বিতীয়ত তিনি এমন একজন ব্যক্তিকে সরকারি নথি প্রদান করেন, যার কাছে এ নথি দেওয়ার কথা নয়। পদত্যাগপত্রে সুয়েলা ব্রাভারম্যান প্রধানমন্ত্রী ট্রাসের সমালোচনা করেছেন।  বিশেষ করে ট্রাসের নীতির কঠোর সমালোচনা করেন তিনি।

ট্রাসকে তিনি লেখেন, ‘এই সরকারের নির্দেশনা নিয়ে আমি উদ্বিগ্ন। আমাদের ভোটারদেরকে প্রধান প্রধান যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল আমরা শুধু তা ভঙ্গই করিনি বরং নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতিগুলোকে, যেমন সামগ্রিক অভিবাসন সংখ্যা হ্রাস করা, অবৈধ অভিবাসন বন্ধ করা, বিশেষ করে ছোট ছোট নৌকায় করে বিপজ্জনকভাবে সমুদ্র পাড়ি দিয়ে আশ্রয়প্রার্থীদের আসা বন্ধা করার মতো প্রতিশ্রুতির প্রতি সম্মান রাখার বিষয়ে এই সরকারের স্বদিচ্ছা নিয়েও আমার গুরুতর উদ্বেগ রয়েছে।’

তিনি আরও বলেছেন, ‘সরকারের ভুলের দায় স্বীকার করতে হবে এবং সরকারকে জনগণের উপর নির্ভর করতে হবে।  আমরা ভুল করিনি এমন ভান করা এবং জিনিসগুলো জাদুকরিভাবে ঠিক হয়ে যাবে আশা করাও ঠিক নয়।’

এক সহকর্মীকে একটি অফিসিয়াল নথি পাঠাতে নিজের ব্যক্তিগত ইমেল ব্যবহার প্রসঙ্গে ব্র্যাভারম্যান বিষয়টিকে সরকারি নিয়মের ‘প্রযুক্তিগত বিধি লঙ্ঘন’ বলে অভিহিত করেন। তিনি পদত্যাগ পত্রে লেখেন: ‘আমি ভুল করেছি, আমি এর দায় স্বীকার করে পদত্যাগ করছি।’

এর ঘণ্টাখানেকের মধ্যে ট্রাস সরকার ঘোষণা দেয় যে, ব্রাভারম্যানের উত্তরসূরি হিসেবে তার স্থলাভিষিক্ত হবেন গ্রান্ট স্যাপস।   গ্রান্ট কনজারভেটিভ দলের নেতা নির্বাচনের লড়াইয়ে ঋষি সুনাকের বড় সমর্থক ছিলেন।  ডাউনিং স্ট্রিট বুধবার এক টুইটে নতুন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে স্যাপসের নিয়োগের খবর নিশ্চিত করে জানিয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.