জাপানের অপ-রাধের হার শতকরায় শূন্য। জাপানিদের এমন সুন্দর সমাজব্যবস্থার ভিত্তি আসলে কি? বা আপনি যদি অন্যভাবে প্রশ্ন করেন তাদের এমন চরিত্র গঠনের ভিত্তি কোথায়? তাহলে একবাক্যে বলতে হয় সেটা শেখানো হয় তাদের স্কুলগুলোতে।
যেভাব হয়েছে খুলশী নামকরণ
আরবি ও ফারসি ভাষার প্রচলিত ‘খোলাসা’ শব্দ থেকে খুলশী নামকরণ