আজমির জিয়ারতে রাজস্থানে প্রধানমন্ত্রী

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ভারত সফরের শেষ দিনে ভারতের আজমীর শরীফে খাজা গরীবে নওয়াজ (র) এর দরগাহ শরীফ জিয়ারত করতে রাজস্থানে পৌঁছেছেন। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি ফ্লাইট রাজস্থানের জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেছেন, প্রধানমন্ত্রী সেখানে দেশ, জনগণ এবং সমগ্র মুসলিম উম্মাহর উন্নয়ন, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে নফল নামাজ ও মোনাজাত করবেন।

আরও পড়ুন: বাংলাদেশে ভারতের ব্যাপক বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রী খাজা গরীব নওয়াজ মঈনুদ্দিন চিশতীর (র) মাজার শরীফে ফাতেহা পাঠ ও মোনাজাত করে কিছু সময় কাটাবেন। পরে শেখ হাসিনা আজমির দরগাহ শরীফের বিভিন্ন এলাকা ঘুরে দেখবেন।

এর আগে, ফ্লাইটটি নয়াদিল্লির পালাম বিমানবন্দর থেকে জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে সকাল ৯টা ১২ মিনিটে ছেড়ে আসে। জয়পুর বিমানবন্দরে পৌছাঁর পর সেখানে তাঁকে সংবর্ধনা দেয়া হয়। রাজস্থানের ঐতিহ্যবাহী পোশাক পড়ে একদল নৃত্যশিল্পীও এ সময় প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.