আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের সিদ্ধান্ত জানিয়েছেন মুশফিকুর রহিম। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ ঘোষণা দিয়েছেন জাতীয় দলের এ সাবেক অধিনায়ক। রোববার (৪ সেপ্টেম্বর) দুপুরে দেশের ক্রিকেটপ্রেমীদের অবাক করে দিয়ে এ ঘোষণা দেন তিনি।
মুশফিক তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেন, ‘সবাইকে সালাম এবং শুভেচ্ছা। দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারের যাত্রায় আমি আপনাদের সবাইকে পাশে পেয়েছি। ভাল এবং খারাপ দুই সময়েই আপনাদের অকুন্ঠ সমর্থন আমার প্রেরণা। টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার থেকে আজ আমি অবসর নিচ্ছি। তবে, বাংলাদেশের হয়ে টেস্ট এবং ওয়ানডে খেলা চালিয়ে যাবো। আশা করছি এই দুই ফরম্যাটে আমি আরো কিছু নিয়ে আসতে পারবো দেশের জন্য।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ(বিপিএল) সহ অন্যান্য ফ্রেঞ্চাইজি লিগে আমি আমার খেলা চালিয়ে যাবো টি টোয়েন্টি ফরম্যাটে। আলহামদুলিল্লাহ। সবার নিকট কৃতজ্ঞতা। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।’
আরও পড়ুন: টেনিসে শেষ সেরিনা যুগ, শেষ ম্যাচে হেরে অবসরজীবনে পা
তবে মুশফিকের অবসরের সিদ্ধান্ত নিয়ে আগে থেকেই কিছু জানতেন না বলে জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি বলেন, ‘আমাকে বা আমাদেরকে (বিসিবি) আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি মুশফিক। যেহেতু আমি বা আমরা আনুষ্ঠানিকভাবে কিছু জানি না, তাই আমাদের আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানানো মানায় না।’
জালাল আরও বলেন, ‘তবে যেহেতু সে সামাজিক যোগাযোগ মাধ্যমে অবসরের ঘোষণা দিয়েছে, আমি তার এ সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। আমি মনে করি এটি খুবই সময়োচিত সিদ্ধান্ত নিয়েছে সে। তার ভবিষ্যত ক্যারিয়ারের জন্য শুভকামনা থাকবে।’
২০০৬ সালে বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি ম্যাচের সদস্য ছিলেন মুশফিক। এখন পর্যন্ত ১০২টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। ৯৩ ইনিংসে ব্যাট করে ১৯.৪৮ গড়ে করেছেন পাক্কা ১৫০০ রান। সেখানে ৬টি ফিফটি করা ৩৫ বছর বয়সী এ বেটারের স্ট্রাইক রেট ১১৫.০৩।