দিন দ্যা ডে নিয়ে আলোচনা-সমালোচনার রেশ এখনো তরতাজা। এরই মধ্যে নতুন সিনেমার মহরতে এলেন ঢাকাই সিনেমার আলোচিত জুটি অনন্ত জলিল-বর্ষা। সেই মহরতেও নানা চমক এ জুটির। ছবির নাম কিল হিম, যেখানে নায়ক অনন্ত জলিল পারিশ্রমিক হিসেবে নেবেন ৪০ লাখ টাকা, নায়িকা বর্ষা পাবেন ১০ লাখ।
প্রথমবারের মতো নিজেদের প্রযোজনার বাইরে সিনেমা করছেন তারা। ‘সুনান মুভিজ’- এর ব্যানারে সিনেমাটি নির্মাণ করবেন এম ডি ইকবাল। ২০০৮ সাল থেকে নিজেদের প্রযোজনাতেই সব সিনেমা করে আসছিলেন অনন্ত-বর্ষা। তবে, সর্বশেষ ইরানি প্রযোজকের করা দিন দ্যা ডে ছবির বাজেট এবং অন্যান্য বিষয় নিয়ে বিতর্কের সূত্রপাত হয়। এরপর সম্প্রতি এক ভিডিও বার্তায় আর ছবি প্রযোজনা না করে শুধু অভিনয় করার কথা জানান জলিল। এর মধ্যেই জমকালো আয়োজনে নতুন ছবির মহরত করলেন তিনি।
কিল হিমের জন্য নায়ক অনন্ত জলিল পারিশ্রমিক হিসেবে নেবেন ৪০ লাখ টাকা। মহরত অনুষ্ঠানে তার হাতে সাইনিং মানি বাবদ ২০ লাখ টাকার চেক তুলে দেন প্রযোজক ও পরিচালক ইকবাল। আর নায়িকা বর্ষা পাবেন ১০ লাখ টাকা। মঞ্চে তার হাতে তুলে দেওয়া হয় ছয় লাখ টাকার চেক।
আরও পড়ুন: গানের খাতায় আর স্বরলিপি লিখবেন না গাজী মাজহারুল আনোয়ার
অনন্ত জলিল বলেন, “এই ছবির অফার যখন পেলাম, তখন ইকবাল ভাইকে বললাম, আমরা যেহেতু বাইরের প্রোডাকশনে প্রথম কাজ করছি, সেহেতু মহরতটা একটু ঝাকানাকা হতে হবে। যেন সবাই বলে অনন্ত-বর্ষা বাইরের সিনেমা করতে আসছেন এবং ইকবাল ভাই প্রডিউস করবেন। তো প্রযোজকের একটু টাকা তো খসাতেই হয় আমাদের।”
বর্ষা বললেন, “এই প্রথম নিজেদের প্রযোজনার বাইরে অভিনয় করছি। আপনারা পাশে থাকবেন।”
‘কিল হিম’ সিনেমায় অনন্ত-বর্ষা ছাড়াও অভিনয় করবেন দেশের জনপ্রিয় দুই তারকা রুবেল ও মিশা সওদাগর। মিশা সওদাগর অনন্তের সিনেমায় নিয়মিত মুখ হলেও রুবেল অভিনয়ে অনিয়মিত। অনন্তের সঙ্গে দেশের এক সময়কার জনপ্রিয় নায়ক রুবেলের এক সিনেমায় উপস্থিতিও একটি চমক হিসেবে দেখছেন কেউ কেউ।
কিল হিম-এ থাকছেন ভারতের দুই শিল্পী। খল চরিত্রে দেখা যাবে বলিউডের অভিনেতা রাহুল দেবকে। এছাড়া আছেন কলকাতার অভিনেত্রী অ্যামি রায়। সিনেমার শুটিং শুরু হবে অক্টোবর মাসে। দৃশ্যধারণ হবে বাংলাদেশ, ভারত ও ইন্দোনেশিয়ায়।
আরও পড়ুন: ভুয়া আইডিতে বিরক্ত শাবনূর, কী বললেন ভিডিও বার্তায়
মহরতে দুইশ মোটর সাইকেল শোভাযাত্রায় এফডিসিতে আসেন অনন্ত জলিল ও বর্ষা। এমন আয়োজনে সাজ সাজ রব পড়ে যায় এফডিসিতে। অতিথিদের ভোজনের জন্য ছিল দুটি গরু ও পাঁচটি খাসির ব্যবস্থা।
প্রযোজক ইকবাল বলেন, “সিনেমার মানুষদের নিয়েই মহরত করছি। এবারের আয়োজনটা একটু বড় পরিসরেই হচ্ছে। অনেক মানুষকে দাওয়াত দিয়েছি। সবাই যেন তৃপ্তি নিয়ে ভোজন করতে পারেন…। সব মিলিয়ে আয়োজনের কোনো কমতি রাখছি না।” আগামী বছরের ঈদুল ফিতরে মুক্তি পাবে ‘কিল হিম’।