যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা সমুদ্র সৈকতের তীরে অপেক্ষায় লাখো মানুষ। সবার হাতেই ক্যামেরা, কারণ ধারণ করতে হবে ঐতিহাসিক মুহূর্ত। নাসার চন্দ্রাভিযানের ঘটনার সাক্ষী হতে শনিবার সকালে ফ্লোরিডা সমুদ্র সৈকতে উপস্থিত হন লাখো মানুষ ।
তবে শেষমেশ মন খারাপ করেই বাড়ি ফিরতে হয় তাদের, ঐতিহাসিক ঘটনার সাক্ষী হতে পারলেন না তারা। কারণ, ফের ব্যর্থ হলো যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণাপ্রতিষ্ঠান নাসার চন্দ্রাভিযান প্রচেষ্টা। যান্ত্রিক ত্রুটির কারণে এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার মতো স্থগিত করা হলো এই নাসার এই অভিযান।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (৩ সেপ্টেম্বর) কেনেডি স্পেস সেন্টার থেকে বিশাল একটি রকেট চাঁদে পাঠানোর কথা ছিল। কিন্তু আর্টেমিস–১ নামের অভিযানটি শেষমেশ আবার স্থগিত করা হয়।
আরও পড়ুন: বৃদ্ধা মাকে একা জঙ্গলে ফেলে চলে গেলো ছেলে
নাসা কর্তৃপক্ষ জানিয়েছে, উৎক্ষেপণ প্রস্তুতির প্রথম দিকে রকেটটিতে হাইড্রোজেন লিকের ঘটনা ঘটে। নিয়ন্ত্রণকারী বিজ্ঞানীরা সেটা বন্ধ করতে পারেননি। এই কারণে রকেট উৎক্ষেপণ আবার স্থগিত করতে বাধ্য হন।
তবে প্রতিবেদনে বলা হয়েছে, নাসার বিজ্ঞানীরা আগামী সোমবার বা মঙ্গলবার আবারও রকেটটি উৎক্ষেপণের চেষ্টা করবে। নাসার এযাবৎকালের নির্মিত সবচেয়ে শক্তিশালী রকেট হচ্ছে এবারের স্পেস লঞ্চ সিস্টেম (এসএলএস)। তবে এটাতে কোনো নভোচারী থাকছেন না।
নাসার কর্মকর্তা বিল নেলসন বলেন, নিরাপত্তা হলো সবার আগে। এই ধরনের রকেট পাঠানোর আগে এর সিস্টেমগুলো ব্যাপকভাবে যাচাই করতে হয়।