ভুয়া আইডিতে বিরক্ত শাবনূর, কী বললেন ভিডিও বার্তায়

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

বেশ কয়েকবছর ধরে অস্ট্রেলিয়ায় প্রবাস জীবন কাটাচ্ছেন একসময়ের তুমুল জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর (কাজী শারমিন নাহিদ নূপুর)। একমাত্র ছেলে আইজান নেহানকে নিয়ে থিতু হয়েছেন অস্ট্রেলিয়ায়। সিনেমা জগতকে বিদায় বলে দিয়েছেন অনেক আগেই। তবু দেশে জনপ্রিয়তা কমেনি সালমান শাহ’র সাথে জুটি গড়ে খ্যাতির চূড়ায় পৌঁছা এ অভেনত্রীর।

রুপালি পর্দায় দেখা না গেলেও এ অভিনেত্রীকে মাঝে-মধ্যে তার দেখা মেলে ইনস্টাগ্রামে।চিত্রনায়িকা শাবনূরের জনপ্রিয়তাকে পূঁজি করে ফেসবুক-টুইটারে তার নামে খোলা হয়েছে অসংখ্য ভুয়া আইডি। ফলে তার অনুরাগীদের হতে হচ্ছে প্রতারণার শিকার। আর এতে চরম বিরক্ত শাবনূর।

সম্প্রতি অস্ট্রেলিয়া থেকে এক ভিডিও বার্তায় শাবনূর বলেন, আমার নামে অসংখ্য ভুয়া ফেসবুক আইডি, পেজ, ও ইউটিউব চ্যানেল খুলে চালানো হচ্ছে। ভুয়া পেজ ও আইডি’র কারণে আমার ভক্তরা বিভ্রান্ত হচ্ছেন। এই অভিনেত্রী তার নামে খোলা ভুয়া আইডিগুলো বর্জনের জন্য তার ভক্ত-অনুরক্তদের আহ্বান জানান।

আরও পড়ুন: বলিউডের প্রস্তাব কেন ফেরালেন মিম, মেহজাবিন, লুফে নিলেন বাঁধন

নব্বইয়ের দশকের গোড়ার দিকে ‘চাঁদনী রাতে’র মধ্য দিয়ে চলচ্চিত্র জগতে পা রাখেন শাবনূর। পরে সালমান শাহর সঙ্গে তার জুটি হয়ে উঠেছিল দারুণ জনপ্রিয়; তাদের অভিনীত ‘স্বপ্নের ঠিকানা’, ‘সত্যের মৃত্যু নেই’ ছিল বেশ ব্যবসা সফল। ২০১৮ সালে সর্বশেষ মোস্তাফিজুর রহমান মানিকের ‘এতো প্রেম এতো মায়া’ চলচ্চিত্রে অভিনয় করেছিলেন।

বিয়ের বছর দুয়েক পর ২০১৩ সালে অস্ট্রেলিয়ায় পাড়ি জমান শাবনূর; সেখানে ভাই-বোনসহ পরিবারের অন্যান্য সদস্যের সঙ্গে স্থায়ীভাবে থাকছেন তিনি। তবে ২০২০ সালের এপ্রিলে অস্ট্রেলিয়া প্রবাসী স্বামী অনিক মাহমুদের সঙ্গে দাম্পত্য জীবনের ইতি টানার কথা জানান এ নায়িকা।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.