চট্টগ্রা‌মে ক‌রোনায় ৩ জ‌নের মৃত‌্যু, নতুন আক্রান্ত ৩৬৮ জন

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

চট্টগ্রামে গত একদিনে (গত ২৪ ঘন্টায়) ১৫০৬ জনের করোনার নমুনা পরীক্ষায় ৩৬৮ জনের পজিটিভ (নতুন) এসেছে। এর মধ্যে মহানগরের ২২৬ জন এবং বিভিন্ন উপজেলার ১৪২ জন।

চট্টগ্রামে ১০ টি করোনা পরীক্ষার ল্যাব এবং কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে করোনার নমুনা পরীক্ষা শেষে, মঙ্গলবার (২৯ জুন) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি চট্টগ্রাম নিউজকে এ তথ্য জানান।

তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ৮৫ নমুনা পরীক্ষা করে ৪০ জনের পজিটিভ। মহানগরে ২৬ জন, ১৪ জন উপজেলার।

চট্টগ্রাম বিআইটিআইডিতে টি ৫২৫ টি নমুনা পরীক্ষা করা হয়। তৎমধ্যে ১১৬ টি পজিটিভ। নতুন আক্রান্তদের মধ্যে মহানগরীতে ৪৬ জন। বিভিন্ন উপজেলায় ৭০ টি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিবেদনে ১৪৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। তৎমধ্যে ৩৬ জনের পজিটিভ শনাক্ত হয়। মহানগরের ২৩ জন, উপজেলায় ১৩ জন।

চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি (CVASU)’তে ১৮২ টি নমুনা পরীক্ষায় ৩৭ টি পজিটিভ। যাদের মধ্যে মহানগরীতে ৩০ টি, উপজেলায় ৭ টি।

ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৯৫ নমুনা পরীক্ষায় ৩৪ জনের পজিটিভ রিপোর্ট পাওয়া যায়। মহানগরে ৩৩ জন, ভিবিন্ন উপজেলার ১ জন।

শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ২২৪ নমুনা পরীক্ষায় ৩৪ জন পজিটিভ, নগরে ২৮ জন, উপজেলায় ৬ জন।

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৩১ টি নমুনা পরীক্ষায় ১১ জনের পজিটিভ। মহানগরে ৭ জন এবং উপজেলায় ৪ জন।

আর টি আর এল চট্টগ্রাম ল্যাবে ৬৩ টি নমুনা পরীক্ষায় ২৫ জন পজিটিভ। মহানগরে ২০ জন, উপজেলায় ৫ জন।

অপরদিকে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে ল্যাবে ৪৪ টি নমুনা পরীক্ষায় ২ জনের পজিটিভ। ২ জনই উপজেলার।

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭১ জনের নমুনা পরীক্ষায় ১৭ জনের পজেটিভ। ১৭ জনই উপজেলার।

ইপিক হেলক কেয়ারে ৩৭ নমুনা পরীক্ষায় ১৬ জনের করোনা শনাক্ত। মহানগরীতে ১৩ জন ও উপজেলায় ৩ জন।

এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছালো ৫৮ হাজার ৩৬৫ জনে। এর মধ্যে মহানগরীতে ৪৫ হাজার ৫৮৫ জন, উপজেলায় ১২ হাজার ৭৮২ জন।

এ নিয়ে চট্টগ্রামে নতুন মৃতের সংখ্যা ৩ জন, মোট ৬৯১ জন। মহানগরীতে ৪৭০ জন, বিভিন্ন উপজেলায় ২২১ জন।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.