বলিউডের ‘মকবুল’, ‘ইশকিয়া’, ‘কামিনে’, ‘হায়দার’, ‘ওমকারা’-খ্যাত এই নির্মাতা ভরদ্বাজের সিনেমায় অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন বাংলাদেশের দুই অভিনেত্রী বিদ্যা সিনহা মিম ও মেহজাবিন চৌধুরী। তবে বিশাল ভরদ্বাজের প্রস্তাবটি লুফে নেন ‘রেহানা মরিয়ম নূর’-খ্যাত আজমেরী হক বাঁধন।
সম্প্রতি বাঁধন অভিনীত সেই ছবির টিজার প্রকাশিত হয়েছে নেটফ্লিক্সে। জানা যায়, শিগগিরই ‘খুফিয়া মুক্তি পাবে নেটফ্লিক্সে। ভরদ্বাজের ‘খুফিয়া’ দিয়েই বলিউড দুনিয়াতেও অভিষেক হচ্ছে বাংলাদেশি এ তারকার। সোমবার নেটফ্লিক্সের ইউটিউব চ্যানেলে অবমুক্ত হয় টিজার।
আরও পড়ুন: ব্যস্ততা বেড়েছে তমা মির্জার
৪৭ সেকেন্ডের এই ভিডিও ক্লিপে প্রথমেই হাজির হন বাঁধন। যেখানে বলিউডের নন্দিত অভিনেত্রী টাবু, আলি ফজল, আশিষ বিদ্যার্থীকে দেখা গেছে। জানা যায়, নেটফ্লিক্সের সিনেমাটি নির্মিত হয়েছে অমর ভূষণের বই ‘এসকেপ টু নোহোয়ার’ অবলম্বনে। যেখানে গল্পের প্রয়োজনে একজন বাংলাদেশের অভিনেত্রী প্রয়োজন ছিল পরিচালকের। সেই চরিত্রেই অভিনয় করেছেন বাঁধন।
এদিকে, এই ছবির জন্য ঢাকার একজন নায়িকা লাগবে জানিয়ে বিশাল প্রথমে প্রস্তাব পাঠিয়েছিলেন বিদ্যা সিনহা মিমের কাছে। এরপর মেহজাবীনকেও একই প্রস্তাব দিয়ে ব্যর্থ হয়েছেন। কারণ হিসেবে জানা যায়, ছবিটির গল্পের সঙ্গে নেতিবাচকভাবে জড়িয়ে আছে বাংলাদেশের নাম। তাই তারা ভরদ্বাজের প্রস্তাব ফিরিয়ে দেন। কিন্তু পরে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে খুফিয়ায় অভিনয়ের প্রস্তাব দেয়া হলে তিনি তা লুফে নেন।