চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। উপজেলার চাম্বলের পাহাড়ি এলাকার গহীনে তৈরি অস্ত্র কারখানা থেকে দশটি দেশিয় তৈরি অস্ত্র এবং অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় অস্ত্র তৈরির মূল কারিগর জাকির হোসেন নামে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। জাকির হোসেন চাম্বল ইউনিয়নের সোনারখীল এলাকার বাসিন্দা বলে জানা যায় ।
আরও পড়ুন: ক্লিনিক থেকে চুরি হওয়া সেই শিশু উদ্ধার, গ্রেপ্তার ৩
বুধবার (৩১ আগস্ট) সকালে র্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নূরুল আবছার এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় মঙ্গলবার (৩০ আগস্ট) রাতে এই অভিযান চালানো হয়।
এসময় অস্ত্র তৈরির কারখানার সন্ধান, বিপুল পরিমাণ অস্ত্রসহ একজনকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে চট্টগ্রাম র্যাব কার্যালয়ে প্রেস ব্রিফিং বিস্তারিত জানানো হবে।