জনসমক্ষে চট্টগ্রামের বিরল ৪ সাদা বাঘ/ভিডিও

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

বহু প্রতীক্ষার পর গত মাসে জন্ম নেয়া ২ জোড়া সাদা বাঘ প্রকাশ্যে এল! আর নতুন জন্ম নেয়া বিরল এ ৪টি সাদা বাঘকে দেখার জন্য সোমবার বিকেলে চট্টগ্রাম চিড়িয়াখানায় দেখা গেল মানুষের উপছে পড়া ভিড়। পদ্মা, মেঘনা, যমুনা, কর্ণফুলীকে দেখতে এই ভিড়।

গত ৩০ই জুলাই রাজ-পরীর দম্পতির সংসারে জন্ম নেয়া ৪টি সাদা বাঘ শাবককে দর্শনার্থীদের জন্য সেমাবার থেকে উন্মুক্ত করা হয়েছে। বাঘগুলোকে জঙ্গল সলিমপুরের ‘নাইট সাফারি পার্ক’ ছেড়ে দেয়া হবে বলেন জানান জেলা প্রশাসক মোহাম্মদ মুমিনুর রহমান এবং আগামী দুই বছরের মধ্যে বাংলাদেশের দর্শনার্থীর জন্য পরিপূর্ণ একটি নাইট সাফারি পার্ক উপহার দিতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

আরও পড়ুন: ‘ওয়েলকাম ব্যাক ব্রিটনি’

বিশ্বে ‘হোয়াইট টাইগার’ বা সাদা বাঘ বিরল প্রজাতির এই বাঘ বিশ্বের অন্য কোথাও নেই বলে জানান চিড়িয়াখানায় দায়িত্বে থাকা এই কর্মকর্তা। ২০১৬ সালে দক্ষিণ আফ্রিকা থেকে একজোড়া বাঘ আনা হয়েছিল। সেই বাঘ দম্পতির ঘরেই প্রথম সাদা বাঘের জন্ম। এখন এই চারটি শাবকসহ মোট বাঘের সংখ্যা ১৬টি। যারমধ্যে ১০টিই রাজ-পরী দম্পতির। চারটি শাবককেই দুধ দিচ্ছে পরী। মায়ের সঙ্গেই থাকবে শাবকগুলো।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.