চট্টগ্রাম ইপিজেড এলাকার একটি ক্লিনিক থেকে জন্মের একদিনের মাথায় চুরি হওয়া সেই শিশুটিকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ আগস্ট) ভোরে আনোয়ারা থেকে চুরি যাওয়া শিশুটিকে উদ্ধার করা হয়। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্বামী-স্ত্রীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত রোববার বিকেল তিনটার দিকে ইপিজেড এলাকার মমতা মাতৃসদন থেকে একদিন বয়সী এক ছেলে নবজাতক চুরির ঘটনা ঘটে। ওই নবজাতক চট্টগ্রাম নগরীর আনোয়ারা উপজেলার শহিদ ও তাসমিন আক্তার দম্পতির সন্তান। শুক্রবার রাতে বাচ্চাটির জন্ম হয়।
আরও পড়ুন: চট্টগ্রামে হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতকের সন্ধান মেলেনি এখনো
ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম জানান, প্রাথমিকভাবে গ্রেপ্তার তিন জন জানিয়েছেন, দম্পতি শিশুটিকে লালন-পালন করার জন্য চুরি করেছিলেন। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।