এশিয়া কাপে বাংলাদেশ পর্ব শুরু হচ্ছে আজ। প্রতিপক্ষ দুরন্ত ছন্দে থাকা আফগানিস্তান। চলমান এশিয়া কাপে দারুণ ফর্মে আছে মোহাম্মদ নবির দল। যার কারণে ম্যাচে নবির দলটার সঙ্গেই থাকছে ‘ফেভারিটের’ তকমা। শারজা ক্রিকেট স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি।
আফগানদের মূল শক্তি বোলিং। স্পিনার রশিদ খান, মুজিব, নবিদের সঙ্গে যুক্ত হয়েছে ফজল হক ফারুকির ক্ষুরধার পেস বোলিং। সামনে তাই কঠিন চ্যালেঞ্জ, যা উতরে যেতে হবে সাহসী ব্যাটিং দিয়ে। কিন্তু বাংলাদেশ দল আছে নতুন করে গড়ার প্রক্রিয়ায়। যেখানে এখনো ওপেনিংয়ের সমাধানও করতে পারেনি সাকিব আল হাসানের দল। টি-টুয়েন্টি ক্রিকেটকে তামিম ইকবাল বিদায় জানানোর পর নেই তাঁর কোনো বিকল্প, এমনকি ইনজুরির কারণে এশিয়া কাপ মিস করা লিটন দাসেরও কোনো বিকল্প নেই বাংলাদেশ দলে। তাই স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে, তাহলে আফগানদের মোকাবেলায় কতটা প্রস্তুত বাংলাদেশ।
আরও পড়ুন: প্রথম শ্রেণীর ক্রিকেটকে বিদায় জানালেন অলক কাপালি
দলে এ মুহূর্তে ওপেনিং ভাবনায় আছেন ৪ জন। যাঁদের মধ্যে ১ জন ‘প্রফেশনাল’ ওপেনার নন। এনামুল হক বিজয়, নাঈম শেখ এবং পারভেজ হোসেন ইমনের পাশাপাশি ওপেনিংয়ে ভাবা হচ্ছে মেহেদি হাসান মিরাজকেও।
ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিম বলেন, ‘ওপেনিংয়ে তরুণদের সুযোগ রয়েছে। বিজয়-নাঈম-ইমনদের ওপর আমাদের আস্থা রাখতে হবে। যেহেতু চোটের কারণে লিটন এবার খেলছে না। তারা যদি ব্যর্থ হয় সেক্ষেত্রে মিডল অর্ডারের কেউ হয়তো ওপেনিংয়ে আসতে পারে।’
একাদশে আরও থাকবেন সাকিব-মুশফিক-রিয়াদ ত্রয়ী। লোয়ার অর্ডারে দেখা যেতে পারে সাব্বির-মোসাদ্দেকের মধ্যে যে কোনো একজনকে। তাই ব্যাটিংয়ের উপরই পুরোটা নির্ভর করতে হচ্ছে বাংলাদেশ দলকে। ভারতীয় ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জেরকারের মতে, আজকের ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেবেন ব্যাটসম্যানরা। যে দলের ব্যাটিং ভালো হবে, তারাই জয়ের হাসি হাসবে।
টাইগার ক্রিকেটাররাও আত্মবিশ্বাসী জয়ের ব্যাপারে। ঘুরে দাঁড়ানোর মিশনের কথা দেশ ছাড়ার আগেই বলেছিলেন তারা। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও চমক দেখাতে পারলে জয় তুলে আনা কঠিন কিছু হবে না। সাকিব-মুস্তাফিজ-মেহেদীকে নিয়ে বাংলাদেশের বোলিংটাও নেহাত খারাপ নয়। সাথে সাইফুদ্দিনের অলরাউন্ড পারফর্মেন্স এবং এবাদত বা তাসকিনের পেস বোলিং আক্রমণে আফগান বধের ছক কষছেন শ্রীরাম শ্রীধরনের নেতৃত্বে এশিয়া কাপ খেলতে যাওয়া বাংলাদেশ দল।
আরও পড়ুন: চীনের আকাশে অদ্ভুত সাতরঙের মেঘ
টাইগারদের সঙ্গে যদিও পরিসংখ্যানে এগিয়ে আফগানরা। আটবারের দেখায় ৫বারই জয় তাদের। তিনবার মাত্র জয় পেয়েছেন সাকিবরা। তাই মাঠে নামার আগে টি-টোয়েন্টির সাম্প্রতিক পরিসংখ্যান টাইগারদের পক্ষে কথা বলে না। তবে টাইগার ক্রিকেটারদের গুরু নাজমুল আবেদীন ফাহিম মনে করেন সাকিব আল হাসানের নেতৃত্বে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ। তাছাড়া টাইগার ক্রিকেটারদের টি-টোয়েন্টি খেলার ধরনে পরিবর্তন দেখা যেতে পারে বলেও জানান তিনি।
নাজমুল আবেদীন বলেন, ‘খেলায় টাইগারদের অ্যাপ্রোচের পরিবর্তনের সঙ্গে ক্রিকেটাররা কতটা মাননসই হতে পারবে সেটাও গুরুত্বপূর্ণ। সুপার ফোরে যেতে হলে দুটো মাত্র ম্যাচ আছে। তবে আমি আশাবাদী ছেলেরা এবার ভালো করবে। তবে জিততে হলে অবশ্যই দলগতভাবে পারফর্ম করতে হবে।’