রাজধানীর কেরানীগঞ্জে গ্যাসের চুলার লাইনে লিকেজ থেকে বিস্ফোরণ ও আগুনে একই পরিবারের ছয়জন দগ্ধ হয়েছেন। যাদের মধ্যে রয়েছে ২ শিশুও। মঙ্গলবার (৩০ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে কেরানীগঞ্জের জিনজিরা মান্দাইল এলাকার একটি বাসায় এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- শাহাদাত হোসেন (২০), ইয়াসিন (১২), সোনিয়া (২৬), মারিয়া (৮), বেগম (৬০), ইদুনি বেগম (৫০)।
তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা স্থানীয় বাসিন্দা সাকিব জানান, ভোরে রান্না করার সময় গ্যাসের লাইন থেকে বিস্ফোরণ হয়। পরে দগ্ধ ছয়জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ভর্তি করা হয়েছে। তবে তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন বলেন, কেরানীগঞ্জের জিনজিরা এলাকা থেকে দগ্ধ হয়ে ছয়জন আমাদের এখানে এসেছেন। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।