চিড়িয়াখান দেখতে গিয়ে ‘স্বেচ্ছায়’ সিংহের হাতে প্রাণ খোয়ালেন ঘানার এক ব্যক্তি। নিরাপত্তার বেড়াজাল টপকে সিংহের খাঁচায় ঢুকে পড়েন ওই ব্যক্তি, পরিণামও তার হলো মর্মান্তিক। তবে কেন তিনি সিংহের খাঁচায় ঢুকলেন এবং সিংহের দিকে এগিয়ে গেলেন তার কোনো উত্তর খুঁজে পায়নি ঘানার প্রশাসন।
ঘানার রাজধানী আক্রা চিড়িয়াখানায় রোববার এ ঘটনা ঘটে। চিড়িয়াখানা কর্তৃপক্ষের দাবি, অন্যান্য দিনের মতো সেদিনও পর্যটকরা ঘোরাফেরা করছিলেন চিড়িয়াখানায়। ঘুরেফিরে জীবজন্তুদের দেখছিলেন তাঁরা। কিন্তু হঠাৎ চিড়িয়াখানার নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে লাফ দিয়ে সিংহের খাঁচায় ঢুকে পড়ে এক ব্যক্তি। নিরাপত্তারক্ষীরা তখনও কিছু বুঝতে পারেনি।
আরও পড়ুন: দেড়শ’ কুকুরের নামে পাঁচ কোটি টাকার সম্পত্তি!
কিছু বুঝে ওঠার আগেই গুটি গুটি পায়ে খাঁচার ক্রমশ ভিতরে ঢুকতে থাকেন তিনি। সেই সময় খাঁচায় দু’টি শাবককে নিয়ে বসেছিল সিংহ ও সিংহী। ওই যুবক কাছে এগোতেই তার ওপর ঝাঁপিয়ে পড়ে সিংহটি। বেশ কিছুক্ষণ ধরে চলতে থাকে এই অসম লড়াই।
ইতিমধ্যেই ওই যুবকের শরীরের বিভিন্ন জায়গায় কামড় দিতে থাকে সিংহটি। আঁচড়ে কামড়ে গোটা শরীরই প্রায় রক্তাক্ত হয়ে যায় তাঁর। ততক্ষণে অবশ্য সিংহকে শান্ত করা সম্ভব হয়েছে। তবে ওই ব্যক্তির প্রাণ বাঁচানো সম্ভব হয়নি। চোট এতই গুরুতর ছিল যে শেষমেশ প্রাণ হারান তিনি।পুলিশের একজন মুখপাত্র এএফপিকে বলেছেন, লোকটি কীভাবে নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে ওই এলাকায় প্রবেশ করেছিল তা নিশ্চিত করতে আমরা মামলাটির তদন্ত করছি।