ভারতীয় শ্রীধরন শ্রীরাম চাকরিতে যোগ দিয়েই নিজের ভাবনা আর পরিকল্পনা কাজে লাগাতে শুরু করেছেন। আজ থেকে শুরু হতে যাওয়া এশিয়া কাপের প্রথম পর্বে বাংলাদেশকে মোকাবেলা করতে হবে আফগানিস্তান ও শ্রীলংকার। যেখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দুই লেগ স্পিনার রশিদ খান ও হাসারাঙ্গা।
অথচ বাংলাদেশ দলে নেই কোনো লেগ স্পিনার। এমনকি ঢাকায় নেটে প্র্যাকটিসেও ছিল না কোনো লেগ স্পিনার। তাই নিজের পরিচিত চেন্নাইয়ের দুই উঠতি লেগ স্পিনারকে দুবাইয়ে ডেকে এনেছেন শ্রীধরন। বৃহস্পতিবার সাকিবদের নেটে সেই দুই ভারতীয় লেগ স্পিনার বল করে গেলেন মুশফিকদের। যার একজন ডানহাতি আরেকজন বাঁহাতি রিস্ট স্পিনার।
আরও পড়ুন: এশিয়া কাপে নতুন মাইলফলকের সামনে সাকিব
দুবাই থেকে টিম ম্যানেজমেন্টের খবর, নেটে দুই লেগ স্পিনারকে ভালো খেলেছেন এনামুল হক বিজয় আর আফিফ হোসেন ধ্রুব। দু’জনই লেগ স্পিনারদের বাউন্ডারি হাঁকাতে পেরেছেন। একটু ভোগান্তি পোহাতে হয়েছে নাঈম শেখকে। তবে হাতে আরও তিনটি সেশন রয়েছে অনুশীলনের। তার মধ্যেই যতটা প্রস্তুতি সারা যায়, সেই চেষ্টাই করছেন সাকিবরা।
দুবাইয়ে প্রচণ্ড গরম থাকায় বেশিরভাগ দলই অনুশীলন করছে সন্ধ্যার পর। প্রথম দিন স্থানীয় সময় রাত ৯টায় অনুশীলন করেছে বাংলাদেশ দল। প্রথম দিন হালকা অনুশীলন হলেও ধাপে ধাপে তা বাড়াবেন বলে জানান শ্রীরাম।