এশিয়া কাপের বাংলাদেশ দলে থাকা তাসকিন আহমেদ, নাঈম শেখ ও এনামুল হক বিজয়কে ছাড়াই দুবাইয়ের উদ্দেশে ঢাকা ছেড়েছে ক্রিকেট দল। মঙ্গলবার (২৪ আগস্ট) বিমান বাংলাদেশের বিকাল সাড়ে ৫টার ফ্লাইটে দুবাইয়ের উদ্দেশে রওনা দেন সাকিব-মুশফিকরা। আগামীকাল ২৫ আগস্ট থেকে শুরু হবে অনুশীলন। প্রথম ম্যাচের আগে টানা কয়েকদিন অনুশীলন করবে সাকিববাহিনী।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক ছবিতে দেখা যায়, দলের অন্যতম ভরসা হয়ে উঠা আফিফ হোসেনের সেলফিতে ধরা পড়েছেন সাকিব, মোসাদ্দেক, সাইফুদ্দিন, মেহেদি মিরাজ ও নাসুম আহমেদ। ভিসা জটিলতায় দলের সঙ্গে যেতে পারেননি বিজয় ও তাসকিন। ‘এ’ দলের সফর শেষে ওয়েস্ট ইন্ডিজ থেকে সরাসরি দুবাই যাবেন নাঈম।
আরও পড়ুন: শরীর তো নয়, যেন জীবন্ত চুম্বক
রাসেল ডমিঙ্গো ছাড়া দলের বাকি কোচিং স্টাফরা দুবাই গেছেন। দলের সাথে আছেন তত্ত্বাবধানে থাকা টেকনিক্যাল কনসালট্যান্ট হিসেবে নিয়োগ পাওয়া ভারতীয় কোচ শ্রীধরন শ্রীরাম।
সংযুক্ত আরব আমিরাতে আগামী ২৭ আগস্ট শুরু হবে এশিয়া কাপ। তবে, বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ৩০ আগস্ট। প্রতিপক্ষ আফগানিস্তান। টি-টোয়েন্টি ফরম্যাটে এবারের আসরটি শেষ হবে ১১ সেপ্টেম্বর। ছয় দলের অংশগ্রহণের এই আসরে দুটি গ্রুপ থাকবে। বাংলাদেশ আছে ‘বি’ গ্রুপে, বাকি দুই দল আফগানিস্তান ও শ্রীলঙ্কা।
১৪ দিনের আসরটির খেলাগুলো শারজাহ ও দুবাইয়ে অনুষ্ঠিত হবে। আবুধাবিতে এবার কোনো ম্যাচ নেই। ১৩ ম্যাচের ১০টি হবে দুবাইয়ে, শাহজাহতে হবে ৩টি ম্যাচ।