চলতি বছরেই দেশে ফিরছেন বেবী নাজনীন!

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

আজ ২৩ আগস্ট বাংলা গানের কোকিলকণ্ঠী শিল্পী বেবি নাজনীনের জন্মদিন। ব্ল্যাক ডায়মন্ড খ্যাত এ শিল্পী ৯০ দশকে দেশের অন্যতম সেরা শিল্পী হিসেবে দর্শকদের মন জয় করেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, জন্মদিনকে ঘিরে নিউ ইয়র্কের বাংলা কমিউনিটিতে বেশ কিছু আয়োজন রয়েছে। এছাড়া আগামী ২ থকে ৪ সেপ্টেম্বর শিকাগোতে অনুষ্ঠিতব্য ৩৬তম ফোবানা কনভেনশন ২০২২-এ পারফর্ম করবেন এই উত্তরবঙ্গে দোয়েল। এদিকে বোনের জন্মদিনে বেবী নাজনীনের ছোট ভাই সাংবাদিক এনাম সরকার জানিয়েছেন, চলতি বছরের শেষ দিকে ব্ল্যাক ডায়মন্ডখ্যাত এই শিল্পী ফিরছেন জন্মস্থানে।

‌‘এলোমেলো বাতাসে উড়িয়েছি শাড়ির আঁচল, ঐ রংধনু থেকে কিছু কিছু রং এনে দাওনা, ও বন্ধুরে তুই কতদূরে, মানুষ নিষ্পাপ পৃথিবীতে আসে, আমার ঘুম ভাঙ্গাইয়া গেলরে মরার কোকিলে, দুচোখে ঘুম আসে না, কাল সারারাত ছিল স্বপনেরও রাত, ও বন্ধু তুমি কই কই রে, কই গেলা নিঠুর বন্ধুরে সারা বাংলায় খুঁজি তোমারে- এমন অনেক জনপ্রিয় গানের মাধ্যমে চার দশকেরও বেশি সময় ধরে বেবী নাজনীন সমৃদ্ধ করেছেন বাংলা গানের ভাণ্ডার।

আরও পড়ুন: মাশরুমের হরেক গুণ

আধুনিক গানের বাজারে সর্বাধিক সংখ্যক একক অ্যালবামের শিল্পী বেবী নাজনীন সমানতালে প্রতিনিধিত্ব করেছেন বেতার, টেলিভিশন, চলচ্চিত্র এবং দেশ-বিদেশের কনসার্টে। ২০০৩ সালে শ্রেষ্ঠ গায়িক হিসাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

একসময় বিএনপি সমর্থিত শিল্পী সংসদের মাধ্যমে রাজনীতিতে জড়িয়ে পড়েন বেবী নাজনীন। তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ছিলেন। এর পরই তিনি পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। দেশ ছেড়ে পরবাসে থেকেও তিনি বরাবরই জড়িয়ে আছেন বাংলা গানে। বিদেশের বেশিরভাগ সাংস্কৃতিক অনুষ্ঠানে তার সরব উপস্থিতি ও পরিবেশনা প্রবাসীদের মুগ্ধ করে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.