জঙ্গি সন্দেহে দুই বাংলাদেশিকে গ্রেফতার করেছে ভারত

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

জঙ্গি সন্দেহে দুই বাংলাদেশিকে গ্রেফতার করেছে ভারতের আসাম পুলিশ। আটক দুইজন জঙ্গি সংগঠন আল-কায়েদা ইন্ডিয়ান সাব কন্টিনেন্ট (একিউআইএস) এবং আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটির) সদস্য বলে মনে করছে পুলিশ। শনিবার (২০ আগস্ট) দুপুরে আসামের গোলপাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।

আটককৃতরা হলেন আবদুস সোবহান এবং জালালউদ্দিন শেখ। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্থান টাইমস এ খবর প্রকাশ করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, আবদুস সোবহান গোলপাড়ার তিনকুনিয়া শান্তিপুর মসজিদের ইমাম ছিলেন এবং অন্যজন তিলাপাড়া নতুন মসজিদের ইমাম হিসেবে ছদ্মবেশে ছিলেন। গোলপাড়া জেলার পুলিশ সুপার ভি ভি রাকেশ রেড্ডি জানিয়েছেন, ‘গত মাসে আমরা ওই দুজনের জেহাদি গোষ্ঠীর সঙ্গে জড়িত থাকার খবর পায়।

তাদের জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, তারা একিউআইএস এবং এবিটির সদস্য ছিলেন। তাদের কাছ থেকে আল কায়েদার বিভিন্ন পোস্টার, বুকলেট-সহ আরও গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে। এছাড়াও মোবাইল ফোন এবং সিম কার্ড আইডি কার্ড বাজেয়াপ্ত করেছে পুলিশ।’

জানা গেছে, আটক জঙ্গিরা বাংলাদেশ থেকে ভারতে গিয়েছে। সুন্দরপুর তিলপাড়া মাদ্রাসায় ২০১৯ সালের ডিসেম্বরে তারা একটি ধর্মসভা অনুষ্ঠিত হয়। সেখানে অংশগ্রহণ করেছিলেন এই দুজন।

তারা মূলত বাংলাদেশ থেকে যাওয়া অন্যান্য জঙ্গিদের আশ্রয় দিত। আরও বেশ কয়েকজন জঙ্গি পলাতক রয়েছে। তাদের সন্ধান করছে পুলিশ। এই ঘটনায় সোবহান ও জালাল শেখের বিরুদ্ধে গোলপাড়ার মাটিয়া থানায় দেশবিরোধী আইনসহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ।

উল্লেখ্য, গত ২৮ জুলাই এআইকিউএস এবং এবিটি জঙ্গি সন্দেহে ১১ জনকে গ্রেফতার করেছিল আসাম পুলিশ। তারপরেই এই দুজনকে গ্রেফতার করল পুলিশ।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.