সীতাকুণ্ডে নাতে রাসূল (সা) প্রতিযোগিতা আয়োজন করেছে ভিত্তিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘সীতাকুণ্ডিয়ান’ গ্রুপ। বৃহষ্পতিবার (১৮ আগস্ট) প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংগঠনের পরিচালক তানভিরুল ইসলামের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিকিউর প্রপার্টিজ লিমিটেড এর ভাইস চেয়্যারম্যান আক্তার হোসেন মামুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক সাংবাদিক জাহাঙ্গীর আলম বিএসসি, এপেক্স ক্লাব অব চট্টগ্রামের সেক্রেটারি আশ্রাফুল আলম ভূঁইয়া, মুনির ফাউন্ডেশনের সেক্রেটারি শরিফুল ইসলাম সিরাজী, তরুণ ব্যবসায়ী মাহমুদ জুয়েল, লহরী কালচারাল একাডেমির পরিচালক ওস্তাদ আবুল হোসেন সোহেল।
প্রতিযোগিতায় ১৩০ জন প্রতিযোগি অংশ নেন। যাচাই বাছাইয়ের পর ৮২ জন প্রতিযোগী পুরষ্কারের জন্য নির্বাচিত হন। প্রতিযোগিতা সিনিয়র এবং জুনিয়র দুইভাবে বিভক্ত করা হয়েছিলো।
সিনিয়র বিভাগে বিজয়ীরা হলেন যথাক্রমে, (শৈল্পিক মানে) ১ম সাইফুদ্দিন সাইফ, ২য় যৌথভাবে আবু জাফর ও ফয়েজ উল্লাহ ও ৩য় স্থান যৌথভাবে হাসান উদ্দিন নিশান ও মিজানুর রহমান।
গ্রুপ মেম্বারদের ভোটে বিজয়ী হয়েছেন, ১ম সায়েম হাসান সামি, ২য় পেয়ার আহমেদ ও ৩য় মো সাজ্জাদ ভূঁইয়া। যৌথভাবে প্রাপ্ত নাম্বার অনুসারে বিজয়ী হয়েছেন, ১ম মো: জাবেদ হোসেন, ২য় ফাতিন বিন ইত্তেফাক, ৩য় তাওসিফুল হক, ৪র্থ রাজ্জাক আলী। এছাড়া বাকী ৭০ জনকে শুভেচ্ছা পুরষ্কার দেয়া হয়।
জুনিয়র বিভাগে ৯ জন প্রতিযোগি বিজয়ী হন। তারা হলেন, ১ম মুহাম্মাদ ইরফান, ২য় জান্নাতুল নাঈমা, ৩য় মুহাম্মাদ সায়েম, ৪র্থ আবদুল্লাহ ফায়জান, ৫ম ইসরাত জাহান মাঈমুনা, ৬ষ্ঠ নাফিজা জাহিন নুহা, ৭ম নুর হাদিস, ৮ম আবদুল্লাহ আল তাসিন এবং ৯ম তাইজুল।
সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনা দেন সংগঠননের উপদেষ্টা মাজহার হোসাইন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গ্রুপ পরিচালক তাহমিদুল হক চৌধুরী, আরিফ ভূঁইয়া, নাহিদ শাহ, আবু সুফিয়ান, তারেক হোসেন, শেখ জাফর ইকবাল জুয়েল, দাউদ ইবরাহিম সাব্বির, ইসমাঈল সিরাজী, রেহান উদ্দিন অভি প্রমুখ।