খেলতে বের হয়ে লাশ হয়ে ফিরল দুই ভাই। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় একটি মাদ্রাসার পুকুরে ডুবে মৃত্যু হয় মোহাম্মদ হাসান (১২) ও মোহাম্মদ হোসাইন (১০) নামে দুই ভাইয়ের।
জানা যায়, শুক্রবার রাতে উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বনগ্রাম কাসেমুল উলুম মাদ্রাসার পুকুরে ডুবে মো. হাছান ও মো. হোসাইনের মৃত্যু হয়। মৃতরা বনগ্রাম আবুল খায়ের কলোনির মো. শফির ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, তারা দুই ভাই বিকেলে ঘর থেকে বের হয়। সন্ধ্যার পর বাড়িতে না ফেরায় খোঁজাখুঁজি শুরু করে। পরে এলাকাবাসী বাসার পাশে প্রায় রাত ১০টার সময়ে বনগ্রাম কাসেমুল উলুম মাদ্রাসার পুকুরে ভাসমান অবস্থায় হাসানের লাশ দেখতে পায়।
পরে পুকুরে তল্লাশি চালিয়ে ছোট ভাই হোসাইনকেও উদ্ধার করে। স্থানীয় চন্দ্রঘোনা খ্রিস্টান হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।