এক টেবিলে ফখরুল-কাদের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

সরকারের শরীক দল জাতীয় পার্টি ধীরে ধীরে সরকারের বিভিন্ন পদক্ষেপ নিয়ে সমালোচনা করছেন। এরই মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে এক টেবিলে দেখা গেছে দলটির চেয়ারম্যান জিএম কাদেরকে।

শুক্রবার (১৯ আগস্ট) রাতে রাজধানীর বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে একটি বিয়ের অনুষ্ঠানে তাদের একসাথে শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায়। দীর্ঘদিন ধরে নিখোঁজ সিলেটের বিএনপি নেতা ইলিয়াস আলীর বড় ছেলে আবরারের বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তাঁরা।

অনুষ্ঠানে অবশ্য মির্জা ফখরুল এবং তাঁর সহধর্মিনী রাহাত আরা বেগম ও জিএম কাদের ছাড়াও আরও অনেক গুরুত্বপূর্ণ রাজনীতিবিদ উপস্থিত ছিলেন। এর মধ্যে সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, মহানগর বিএনপির আমান উল্লাহ আমান ও আবদুস সালাম, বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, ইশরাক হোসেন এবং সিলেট মহানগর বিএনপির সভাপতি কাইয়ুম চৌধুরী অনেকেই উপস্থিত ছিলেন।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের সহপাঠী তাসমিনা শাহতাজ সাথীকে বিয়ে করেন আবরার। তারা দুইজনেই লন্ডনের লিংকস ইউনিভার্সিটি থেকে ব্যারিস্টার এট ‘ল পাস করেন। কনের বাবা ব্যবসায়ী কামাল উদ্দিন চৌধুরী ঢাকায় থাকেন। তবে, তাদের গ্রামের বাড়ি চাঁদপুরে।

উল্লেখ্য, ২০১২ সালের ১৭ এপ্রিল গাড়ি চালকসহ রাজধানীর বনানী থেকে নিখোঁজ হন ইলিয়াস আলী। তিনি যখন নিখোঁজ হন তখন আবরার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছিলেন। বিএনপির অভিযোগ, ইলিয়াস আলীকে আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়েছিল।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.