টানা নয় মাস যুক্তরাষ্ট্র অবস্থান শেষে বুধবার (১৭ আগস্ট) দুপুরে দেশে ফিরলেন ঢাকাই ছবির সুপারস্টার শাকিব খান। দুপুর ১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন তিনি। বিমানবন্দরে উপস্থিত হয়ে শাকিব খানের একদল ভক্ত তাকে শুভেচ্ছা জানান।
এর পরপরই সেখানে সাংবাদিকদের মুখোমুখি হন শাকিব। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শাকিব খান বলেন, দারুণ কিছু অভিজ্ঞতা নিয়ে দেশে এলাম। তবে এই নয় মাস দেশের মানুষের ভালোবাসা অনেক মিস করেছি।
শাকিব খানের দেশে ফেরা নিয়ে ভক্তদের মাঝে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। ফেসবুকে ঢালিউড খানের একাধিক গ্রুপ থেকে বিমানবন্দরে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়। সে আহ্বানে সাড়া দিয়ে ভক্তরা এদিন শাকিব খানের ছবি সম্বলিত ব্যানার, পোস্টার ও ফুল নিয়ে বিমানবন্দরে হাজির হন।
বিমানবন্দর থেকে শাকিব খানকে বের হতে দেখেই ভক্তরা উচ্ছ্বাসে ফেটে পড়েন। এ সময় তারা শাকিব খানের সাথে সেলফিও তোলার চেষ্টা করেন। এর আগে, নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে উড়াল দেন শাকিব।
ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান গত বছরের নভেম্বর থেকে যুক্তরাষ্ট্রে ছিলেন। এর মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেয়েছেন কিং খান। এর আগে এক সাক্ষাৎকারে শাকিব জানান, বিয়ে করতে চলেছেন তিনি। আগামী বছরই শুভকাজটি সারতে চান তিনি।
শাকিব বলেছেন, ‘চলার পথে একান্ত আপন কারও সহযোগিতা সবার প্রয়োজন, তাই পরিবার আমার জন্য পাত্রী খুঁজছে। হাতের সব কাজ শেষ করে হয়তো আগামী বছরই বিয়ের পিঁড়িতে বসতে পারি।’ এর আগে চিত্রনায়িকা অপু বিশ্বাসকে বিয়ে করলেও তাদের বিচ্ছেদ হয়ে যায়। তাদের এক সন্তানও রয়েছে।