এবার ইংলিশ ফুটবল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড কিনতে চাইছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক।
টুইটারের কেনা এবং আবার সেটা না কেনার ঘোষণার পর আইনি জটিলতা শেষ হওয়ার আগেই ম্যান ইউ কিনতে টুইট করলেন মাস্ক। স্থানীয় সময় মঙ্গলবার (১৬ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ম্যানইউ কেনার ঘোষণা দিলেও বিস্তারিত কিছু উল্লেখ করেননি।
বার্তাসংস্থা রয়টার্স ইলন মাস্কের এ খবর প্রকাশ করে লিখেছে, অপ্রচলিত এবং অপ্রাসঙ্গিক টুইট করার ইতিহাস রয়েছে মাস্কের। তাই সত্যিই তিনি ফুটবল ক্লাবটি কেনার পরিকল্পনা করছেন নাকি কেবল মজার ছলে টুইট করেছেন, তা এখনও স্পষ্ট নয়।
অবশ্য টুইটারে মাস্কের দেয়া টুইটেও সেরকমই ইঙ্গিত। মাত্র এক লাইনেই তিনি শেষ করেছেন তার টুইট। যেখানে তিনি লিখেছেন, ‘আমি ম্যানচেস্টার ইউনাইটেড কিনছি, আপনারা স্বাগতম।’
বর্তমানে ইংলিশ ফুটবল ক্লাবটি আমেরিকার গ্লেজার পরিবারের নিয়ন্ত্রণে রয়েছে। গ্লেজার পরিবার কিংবা মাস্ক, কেউই তাৎক্ষণিকভাবে ক্লাবটির মালিকানা পরিবর্তনের বিষয়ে কোনো মন্তব্য করেননি।
এদিকে, গত কয়েক বছর ধরে খারাপ পারফর্ম করছে ম্যানইউ। ফলে এর সমর্থকরাও চাচ্ছেন ক্লাবটি যেনো গ্লেজার পরিবারের নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে আসে। এরই পরিপ্রেক্ষিতে মাস্কের টুইটের পর মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে সমর্থকদের মধ্যে। সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে পোস্ট এবং কমেন্টের মাধ্যমে প্রতিক্রিয়া জানাচ্ছেন সমর্থকরা।
গত বছর একটি ব্রিটিশ গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, গ্লেজার পরিবার ক্লাবটি বিক্রি করতে চাচ্ছেন। তবে এরজন্য ৪ বিলিয়ন পাউন্ডের বেশি দাম দিতে হবে। ২০০৫ সাল থেকে গ্লেজার পরিবারের মালিকানায় রয়েছে ক্লাবটি।
তবে, শেষ পর্যন্ত আদৌ মাস্ক এটি কিনবেন কি-না তা এখনও পরিস্কার নয়।