টি-টুয়েন্টি দলের অধিনায়ক হিসেবে নাম ঘোষণার পরদিনই মাঠে নামলেন সাকিব আল হাসান।
মাঠের বাইরেই সব আলোচনা-সমালোচনাকে দূরে ঠেলে দিয়ে এবার খেলায় মনোযোগ বিশ্বসেরা এ অলরাউন্ডারের। এশিয়া কাপকে সামনে রেখে রোববার (১৪ আগস্ট) অনুশীলনে ফিরেছেন তিনি।
৩ জুলাই উইন্ডিজ সফরের শেষ ম্যাচ খেলে টানা ৪০ দিন বিরতি কাটিয়ে মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে নিজেকে প্রস্তুত করে নেন সাকিব। রোববার সকাল ১০টায় মিরপুর স্টেডিয়ামে প্রবেশ করেন সাকিব। এরপর একাডেমি মাঠে সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হকের সঙ্গে কিছুক্ষণ খোশগল্প করতে দেখা যায় তাকে।
১১টার দিকে মূল মাঠে প্রবেশ করেন সাকিব। এরপর একজন ট্রেনারকে নিয়ে আধাঘণ্টার মতো ফিটনেস অনুশীলন করেন। পরে ব্যাটিং অনুশীলনেও বেশ কিছুক্ষণ সময় কাটান।
যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেই শনিবারই ইনডোরে যাওযার কথা ছিল তার। সাকিব যাবেন বলে প্রস্তুতি নিয়ে রেখেছিলেন ইনডোরের কর্মীরাও৷ তবে শেষপর্যন্ত ইনডোরে আর যাননি সাকিব। আগামী ২৭ আগস্ট থেকে দুবাইয়ে শুরু হচ্ছে এশিয়া কাপ।