যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব চান ইমরান খান

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব করতে চান পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খান। তবে, দাসত্ব মেনে নেবেন না বলে জানিয়েছেন তিনি। শনিবার লাহোরে এক সমাবেশে তিনি এ ঘোষণা দেন।
দেশটির ৭৫তম স্বাধীনতা দিবস উদযাপনকালে তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান বলেছেন, তিনি যুক্তরাষ্ট্রবিরোধী না।

ভাষণে ইমরান খান বলেন, আমি কখনোই কোন দেশের বিরুদ্ধে ছিলাম না। সমালোচনাকারী আমায় মার্কিনবিরোধী বলে ডাকে। আমি আমেরিকাবিরোধী নই। ইমরান খান বলেন, আমি যুক্তরাষ্ট্রবিরোধী নই কিন্তু আমি দাসত্ব চাই না।

আরও পড়ুন: ওমরা পালনকারীদের জন্য তিন সুখবর দিল সৌদি আরব

সভায় তিনি আরও বলেন, আমেরিকাতে পাকিস্তানি আমেরিকান কমিউনিটি অনেক ক্ষমতাধর। আমি কেন এমন একটি দেশের বিরোধীতা করবো যেখানে সবচেয়ে দক্ষ, ধনী এবং পেশাদার পাকিস্তানিরা বাস করে?

এসময় ইমরান খান বলেন, আমি আসলে মার্কিনবিরোধী নই। আমি যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব চাই, কিন্তু দাসত্ব নয়।

চলতি বছরের এপ্রিলে ক্ষমতার সাড়ে তিন বছরের মাথায় অনাস্থা ভোটে প্রধানমন্ত্রীত্ব পদ হারান ইমরান খান। তিনি গদি হারানোর জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেন। এছাড়া নতুন শেহবাজ সরকার আসার পর থেকে বিশাল বিশাল জনসমাবেশে তিনি ওয়াশিংটনকে দোষারোপ করে আসছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.