ওমরাহ পালকারীদের জন্য তিন সুখবর দিল সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, এখন থেকে ওমরাহ পালনের জন্য আলাদাভাবে ভিসার প্রয়োজন নেই। ট্যুরিস্টসহ যে কোনো ধরনের ভিসাতেই সৌদি আরব গেলে ওমরাহ পালন করা যাবে। এছাড়া ওমরা পালন শেষে মদিনা শরীফে রাসুলে পাক (স) এর পবিত্র রওজায় হাজীরা ১০ মিনিট পর্যন্ত অবস্থান করতে পারবেন। কোনো ধরনের অনুমতি ছাড়াই ৫ বছরের কম বয়সী শিশুরা মা-বাবার সাথে মক্কার গ্র্যান্ড মসজিদে প্রবেশ করতে পারবেন।
ট্যুরিস্ট ভিসায় করা যাবে ওমরা
বিশ্বের ৪৯টি দেশের নাগরিকরা এ সুবিধা পাবেন। এসব দেশ থেকে অনলাইনে ই-ভিসার জন্য আবেদন করা যাবে। সৌদি আরব ভিশন-২০৩০ সামনে রেখে আমলাতন্ত্রকে সহজ ও হজযাত্রীদের দেশটিতে আরও বেশি আকৃষ্ট করতে এমন বিভিন্ন সুবিধা দেবে।
সৌদি আরবের সংবাদপত্র সৌদি গ্যাজেট এ খবর প্রকাশ করেছে। খবরে বলা হয়েছে, ই-ভিসার আবেদনের পর যারা যোগ্য বিবেচিত হবেন, তাদের সৌদি বিমানবন্দর থেকেই ট্যুরিস্ট ভিসা দেওয়া হবে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং শেনজেন ভিসাধারীরা সৌদি আরবে গিয়ে ঘোরাফেরার পাশাপাশি চাইলে ওমরাহ পালন করতে পারবেন। এমনকি যারা পরিবার ভিসায় সৌদি যাবেন, তারাও ওমরাহ পালনের জন্য ইতমার্না অ্যাপে ওমরাহ পালনের আবেদন করতে পারবেন।
রাসুলের (স) রওজা পাকে থাকা যাবে ১০ মিনিট
ওমরাহ পালনকারীরা এখন থেকে হযরত মুহাম্মদ মোস্তফা (স) এর পবিত্র রওজা শরীফের ভেতরে ১০ মিনিট পর্যন্ত অবস্থান করতে পারবেন। মন্ত্রণালয় জানিয়েছে, রওজা শরীফে প্রবেশ করতে আগ্রহীদের তাওয়াক্কলনা বা ইতামার্না অ্যাপ্লিকেশনের মাধ্যমে একটি পারমিট ইস্যু করতে হবে।
উল্লেখ্য, হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের মুখপাত্র হিশাম সাঈদ এর আগে নিশ্চিত করেছিলেন যে গত মৌসুমে (১৪৪৩ হিজরি) মক্কার কাবা শরীফে ওমরাহ পালন এবং মদীনা শরীফে রাসুলে পাকের রওজায় নামাজ আদায়ের জন্য ৭ কোটিরও বেশি অনুমতিপত্র জারি করা হয়েছিল।
আরও পড়ুন: ছাত্রকে বিয়ে করা কলেজ শিক্ষিকার মরদেহ উদ্ধার, স্বামী আটক
যারা ওমরাহ পালন বা রওজা শরীফে নামাজ আদায় করতে ইচ্ছুক, সৌদি নাগরিক, বাসিন্দা এবং উপসাগরীয় সহযোগিতা পরিষদের দেশগুলোর (জিসিসি) নাগরিক বা বিভিন্ন ধরনের ভিসাধারী তারাই এখন পারমিট ইস্যু করতে পারবেন এবং ওমরা পালনের জন্য উপযুক্ত সময় বেছে নিতে পারবেন।
৫ বছরের কম বয়সী শিশু প্রবেশ করতে পারবে মক্কায়
সৌদির হজ ও ওমরা মন্ত্রণালয় আরও জানিয়েছে, এখন থেকে ৫ বছরের কম বয়সি শিশুরা কোনো ধরনের অনুমতি ছাড়াই মক্কার গ্র্যান্ড মসজিদে প্রবেশ করতে পারবে। যদিও পাঁচ বছরের বেশি বয়সিদের ‘ইতমারনা অ্যাপ’র মাধ্যমে আবেদন করে পবিত্র এ স্থানটিতে প্রবেশের অনুমতি নিতে হবে।
মন্ত্রণালয়রে টুইটার অ্যাকউন্টে বলা হয়েছে, অভিভাবকরা এখন থেকে তাদের সন্তানদের গ্র্যান্ড মসজিদে নিয়ে যেতে পারবেন।