উচ্চ শিক্ষার জন্য বাংলাদেশী অনেক ছাত্রছাত্রীর পছন্দের তালিকায় অন্যতম অবস্থানে রয়েছে ভারত। ভারতে উচ্চ শিক্ষায় ক্যারিয়ার গড়তে ইতোমধ্যে পাড়ি জমিয়েছেন দেশের হাজারো শিক্ষার্থী।
বাংলাদেশের শিক্ষার্থীদের ভারতের উচ্চ শিক্ষার সুযোগ ও সম্ভাবনা জানানোর লক্ষে বেসরকারি প্রতিষ্ঠান সেপ ইভেন্ট অ্যান্ড মিডিয়া প্রাইভেট লিমিটেডে’র উদ্যোগে চট্টগ্রামে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘সেপ ভারতীয় শিক্ষা মেলা-২০২২’। মূলত ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে উচ্চশিক্ষার সুযোগ সম্পর্কে জানাতে এ মেলায় আয়োজন করা হয়েছে।
শনিবার চট্টগ্রাম পেনিনসুলা হোটেলের দ্বিতীয় তলায় দেখা যায় উচ্চ শিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের ভিড়। আয়োজকরা জানালেন তাদের পরিকল্পনার কথা।
সেপ ইভেন্ট অ্যান্ড মিডিয়া প্রাইভেট লি. এর ম্যানেজার রাশি চক্রবর্তী চিটাগাং লাইভকে বলেন, ‘ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ হলেও সেখানে পড়তে যেতে হলে একটা নির্দিষ্ট গণ্ডি পার করতে হয়। কিন্তু এ মেলার মাধ্যমে ২০/৩০টা ইউনিভার্সিটির সব তথ্য এক ছাদের নিচে পাওয়ার সূবর্ণ সুযোগ।’
মেলায় দেখা যায় আসাম ডাউন ইউনিভার্সিটি, অ্যাডামাস, আই টি এম ইউনিভার্সিটি, সারদা ইউনিভার্সিটি-দিল্লী সহ প্রায় ২০টি খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল।
মেলায় আসা একটি বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা জানান, বাংলাদেশ থেকে কেউ যদি পিএইচডি করতে চায় তাদেরকে আমরা শিক্ষক হিসেবে সেখানে রেফার করছি। শুরুতে আমরা তাদের ৩০ হাজার রুপি দেব। তারা একই সাথে শিক্ষকতা করবেন এবং তাদের পিএইচডি সম্পন্ন করতে পারবেন।
শিক্ষা মেলায় চট্টগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। মেলায় এসে ভর্তি সংক্রান্ত বিভিন্ন ধারণা নিয়ে যান শিক্ষার্থীরা। কয়েকজন শিক্ষার্থী জানান, আমরা মূলত মেলায় এসেছি এখানকার সুযোগ সুবিধাগুলো সম্পর্কে জানার জন্য।
এক শিক্ষার্থী জানান, আমি এখানে এসে ওদের দেশে মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং পড়ালেখা সম্পর্কে জানতে চেয়েছি। মনে হয়েছে, ইঞ্জিনিয়ারিংটা বেশ ভালো ওখানে।
ভারতে মেডিকেল ও তথ্য প্রযুক্তি বিষয়ে মান ভালো থাকায় অধিকাংশ অভিভাবকদের পছন্দের তালিকায় থাকে ভারত।এছাড়া পাশের দেশ হওয়ায় আলদা সুবিধা বলছেন মেলায় আশা অভিভাবকরা। এক অভিভাবক বলেন, এখানে অনেকক্ষেত্রে পড়ালেখার খরচ বেশি। তারা বেশ কিছু অফার দিচ্ছে, সেখানে খরচ কম, তাই খোঁজখবর নিতে এলাম।
চট্টগ্রামে পেনিনসুলায় মেলা চলবে শনি ও রবিবার সকাল ১০ থেকে বিকেল ৫ টা পর্যন্ত।পরবর্তী ইভেন্ট ২৫ জুলাই খুলনার হোটেল সিটি ইন এ অনুষ্ঠিত হবে।