২০০৬ সালের এ দিনে ওয়ান ডে ম্যাচে অভিষেক হয়েছিল বাংলাদেশের ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসানের। ১৬ বছর পর এদিনেই আবার তার কাঁধে উঠল রঙিন পোশাকেও বাংলাদেশ দলকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব। শনিবার (১৩ আগস্ট) বিকেলে এশিয়া কাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর তাতে অনুমিতভাবেই অধিনায়ক করা হয়েছে সাকিবকে।
যদিও আপাতত টি–টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক করা হয়েছে সাকিব আল হাসানকে। সাকিবের সঙ্গে বৈঠক শেষে বিসিবির ক্রিকেট পরিচালনা প্রধান জালাল ইউনুস জানিয়েছেন এ কথা।
দলে চমক হিসেবে প্রায় তিন বছর পর ফিরেছেন সাব্বির রহমান। ১৭ সদস্যের দলে সাইফউদ্দিন এবং মেহেদি হাসান মিরাজও আছেন দলে। সৌম্য সরকারের ফেরার গুঞ্জন উঠলেও তাঁকে বাইরে রেখেই এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা করা হলো।
গত বছর অক্টোবরে টি–টোয়েন্টি বিশ্বকাপে জাতীয় দলের হয়ে সর্বশেষ খেলেন অলরাউন্ডার সাইফউদ্দিন। এরপর চোটের কারণে আর খেলা হয়নি। মেহেদি হাসান মিরাজ এতদিন ওয়ান ডে এবং টেস্ট খেললেও আবার তাকে দেখা যাবে ক্রিকেটের সংক্ষিপ্ত এ সংস্করণে।
এশিয়া কাপে বাংলাদেশ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), এনামুল হক, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ, শেখ মেহেদী, মোহাম্মদ সাইফউদ্দিন, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, ইবাদত হোসেন, পারভেজ হোসেন, নুরুল হাসান ও তাসকিন আহমেদ।