শুক্রবার সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সম্প্রসারণ প্রকল্পে ‘ভূমি অধিগ্রহণ বিষয়ক’ মতবিনিময় সভা শেষে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য, ‘আমরা সুখে আছি, বেহেশতে আছি’ নিয়ে মুখ খুললেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তাঁর এই মন্তব্যকে ঘিরে নানা আলোচনা-সমালোচনার জন্ম হওয়ার জন্য পরোক্ষভাবে তিনি সাংবাদিকদের দায়ী করেছেন।
শনিবার (১৩ আগস্ট) দুপুরে সিলেট জেলা পরিষদের আয়োজনে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান শেষে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, সাংবাদিকরা আমার বক্তব্যকে টুইস্ট করেছে।
আরও পড়ুন: বন্ধ হলো আমির খানের ‘লাল সিং চাড্ডা’র প্রদর্শনী
তিনি বলেন, বেহেশতের কথা আমি বলেছি, কম্পারেটিভ টু আদার কান্ট্রি (অন্য দেশের তুলনায়)। আর আপনারা সব জায়গায় লিখেছেন ‘বেহেশত বলেছেন’, মানে টুইস্ট করা হয়েছে। আপনারা বলেননি যে আমাদের মূল্যস্ফীতি অন্য দেশের তুলনায় কম।
মন্ত্রী বলেন, আমি বলেছি, অন্য দেশের তুলনায় আমরা অনেক ভালো আছি এবং তাদের তুলনায় আমরা বেহেশতে আছি।
মন্ত্রীর ‘সুখে আছি, বেহেশতে আছি’ মন্তব্যকে ঘিরে দেশব্যাপী শুরু হয় আলোচনা-সমালোচনা। তার এই মন্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা হচ্ছে। নেট দুনিয়ায় তাঁর এ মন্তব্য হাস্যরসের উপাদান হিসেবে ব্যবহার করছেন নেটিজেনরা।