সাকিবই হচ্ছেন টি-টুয়েন্টির নতুন অধিনায়ক

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

শেষ হয়েছে সাকিব-বিতর্কও। তাই এশিয়া কাপের দল ঘোষণায় বাধা নেই আর। আজ কিছুক্ষণের মধ্যেই ঘোষিত হবে এশিয়া কাপের দল, সাথে নতুন টি-টুয়েন্টি অধিনায়কের নাম। চমক অবশ্য শেষ। কারণ, এরই মধ্যে চাওর হয়ে গেছে, টি-টুয়েন্টি দলেও নেতৃত্ব দেবেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

বৃহস্পতিবার বেটউইনার নিউজের সঙ্গে পণ্যদূতের চুক্তি বাতিলের খবর জানান সাকিব। আজ বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের সাথে বৈঠক। এশিয়া কাপের দল ঘোষণা করতে তাই আর সমস্যা নেই। টিম ম্যানেজমেন্টের সঙ্গে জাতীয় দল নির্বাচক কমিটির বৈঠক শেষে আজ দুপুরেই সে আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে চায় বিসিবি। এক-দু’জন ক্রিকেটারের ম্যাচ ফিটনেস ইস্যু থাকায় ১৭ জনের দল ঘোষণা করা হতে পারে বলে জানান প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন।

সাকিব আল হাসানের নেতৃত্বে ২০১১ সালের বিশ্বকাপ খেলে বাংলাদেশ দল। জাতীয় দলের হয়ে ৫০টি ওয়ানডে, ২১টি টি-টোয়েন্টি আর ১৪টি টেস্ট ম্যাচে নেতৃত্ব দেন সাকিব। জুয়াড়িদের কাছ থেকে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পাওয়ার বিষয়টি গোপন করায় এক বছর নিষিদ্ধ হন সাকিব। তার অবর্তমানে ২০১৯ সালে টেস্ট দলের অধিনায়ক করা হয় মুমিনুল হক সৌরভকে।

ফের জাতীয় দলের অধিনায়ক হওয়ার প্রস্তাব পেলে কি সিদ্ধান্ত নেবেন? এমন প্রশ্নের জবাবে সম্প্রতি গণমাধ্যমকে সাকিব বলেন, অবস্থা বুঝে সিদ্ধান্ত নেব। এখনও এ রকম কিছু আমার মাথায় নেই। যদি কখনও প্রস্তাব আসে, তখন এ নিয়ে আলোচনা হতে পারে, তারপর সিদ্ধান্ত।

এশিয়া কাপের দলে চমক?
চমক হয়ে এই তালিকায় জায়গা করে নিতে পারেন মৃত্যুঞ্জয় চৌধুরী। পুরোনোদের মধ্য থেকে ফেরানো হতে পারে মুশফিকুর রহিম, নাঈম শেখ ও সৌম্য সরকারকে। মাহমুদউল্লাহকে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ টি২০ সিরিজের শেষ ম্যাচে খেলালেও এশিয়া কাপের দলে নাও রাখা হতে পারে।

তিনজন গুরুত্বপূর্ণ ব্যাটার নুরুল হাসান সোহান, লিটন কুমার দাস ও ইয়াসির আলী রাব্বি চোট নিয়ে খেলার বাইরে থাকায় বিকল্প তালিকা থেকেই সাজাতে হচ্ছে ব্যাটিং লাইনআপ। যে এনামুল হক বিজয়কে তিন দিন আগেও বাদ দেওয়ার তালিকায় রাখা হয়েছিল, তিনিই এশিয়া কাপের দলে থাকছেন মূল ওপেনারের ভূমিকায়। সোহান-লিটন না থাকায় উইকেটরক্ষক ব্যাটার মুশফিককে নিতেই হচ্ছে। বিকল্প ওপেনার হিসেবে সৌম্যকে মাথায় রেখেছেন নির্বাচকরা।

যদিও নির্বাচক প্যানেলের একজন সদস্য জানান, সৌম্য-সাব্বিরের যে কোনো একজনকে নেওয়া হতে পারে এশিয়া কাপের দলে। জিম্বাবুয়ে সিরিজে খেলা ওপেনার মুনিম শাহরিয়ার ও পারভেজ হোসেন ইমনের বাদ পড়ার সম্ভাবনা বেশি। বিপিএলে দুর্দান্ত খেলা মুনিম জাতীয় দলে ব্যর্থ। পাঁচটি আন্তর্জাতিক টি২০ ম্যাচ খেলে ৩৪ রান করেছেন তিনি। আফগানিস্তানের বিপক্ষে অভিষেকে ১৭ রান করা এ ওপেনারের বাকি চার ম্যাচের স্কোর ৪, ২, ৪, ৭। জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক করা ইমনেরও সুযোগ নেই।

পরিবর্তন করা হতে পারে বোলিং বিভাগেও। মোহাম্মদ সাইফউদ্দিন ম্যাচ ফিটনেসে পাস করে গেলে টি২০ থেকে বিশ্রাম দেওয়া হতে পারে তাসকিন আহমেদকে। খুলনায় আজ সকালে বাংলাদেশ টাইগার্সের হয়ে এইচপির বিপক্ষে টি২০ ম্যাচ খেলবেন সাইফউদ্দিন। এই ম্যাচে ব্যাটিং বোলিং ফিল্ডিং তিন বিভাগেই ভালো করতে পারলে গত বছর যে দুবাই থেকে বিশ্বকাপের মাঝপথে কোমরের ব্যথা নিয়ে দেশে ফিরেছিলেন সাইফউদ্দিন, সেই মরুর শহর দিয়েই জাতীয় দলে প্রত্যাবর্তন করবেন।

চার দিন ও একদিনের ক্রিকেট সিরিজ খেলতে ‘এ’ দলের ওয়েস্ট ইন্ডিজ সফরে থাকা মৃত্যুঞ্জয় চৌধুরীকেও রাডারে রেখেছেন নির্বাচকরা। বাঁহাতি এ মিডিয়াম পেসারের নাম আজ প্রস্তাব করা হবে টিম ম্যানেজমেন্টের সামনে। সে ক্ষেত্রে মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে পেস বোলিং ইউনিটে ডানহাতির চেয়ে বাঁহাতির সংখ্যা বেড়ে যাবে।

এশিয়া কাপের দল ঘোষণার আগে সাকিবের সঙ্গে মিটিং করবেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সাকিবকে সরাসরি মিটিংয়ে রেখে দক্ষিণ আফ্রিকা থেকে জুমে যোগ দেবেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। জিম্বাবুয়ে থেকে গতকাল দেশে ফেরা টিম ডিরেক্টর খালেদ মাহমুদের সঙ্গে মিটিংয়ে থাকতে পারেন পাপনও।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.