পৃথিবীতে আজব দিবসের কোনো অভাব নেই। তেমনই একটা বাঁহাতি দিবস। আজ ১৩ আগস্ট পালিত হয় এ দিনটি। কর্মক্ষেত্রে বাঁহাতিদের অসুবিধা দূরীকরণে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ১৯৭৬ সাল থেকে ১৩ আগস্টকে বিশ্ব বাঁহাতি দিবস হিসেবে উদযাপন করা হয়।
বিশ্বে পুরুষ-মহিলা মিলিয়ে প্রায় দশ শতাংশ মানুষ বাঁহাতি। আর বিশ্বের বিখ্যাত মানুষের তালিকায় বাঁহাতিদের সংখ্যাটা নেহাত কম নয়। সেরা বিশ্বব্যক্তিত্বদের তালিকায় চোখ বুলালে নজরে পড়বে- বিখ্যাত ‘মোনালিসা’র স্রষ্টা লিওনার্দো দ্য ভিঞ্চি, বিখ্যাত কৌতুক অভিনেতা চার্লি চ্যাপলিনদের নাম। নজরে পড়বে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামা ছাড়াও সম্রাট আলেকজান্ডার, নেপোলিয়ন বোনাপোর্ট, জুলিয়াস সিজার, রানী ভিক্টোরিয়া, ভারতীয় স্বাধীনতা আন্দোলনের জনক মহাত্মা গান্ধী, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনদের মতো মহামতিদের নামও।
এই বাঁহাতিদের তালিকায় রয়েছেন জগদ্বিখ্যাত বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন ও বিশ্বের শ্রেষ্ঠ ধনীর তালিকায় কয়েকবার নাম লেখানো বিল গেটসও। বিস্ময়কর ক্রীড়াবিদ ম্যারাডোনা, ব্রায়ান লারা, ওয়াসিম আকরাম, যুবরাজ সিং, সাকিব আল হাসানের মতো তারকারাও রয়েছেন বাঁহাতিদের দলে। রুপালি পর্দা কাঁপিয়ে চলেছেন হলিউড কুইন বাঁহাতি অ্যাঞ্জেলিনা জোলি, কিং টম ক্রুজ, বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন।
প্রাচীনকাল থেকেই বাঁহাতিরা বিশ্বব্যাপী নানা সামাজিক অপবাদ ও বৈষম্যের শিকার হয়েছেন। একসময় সারা পৃথিবীতেই বাঁ-হাতিদের দুর্ভাগা ও বিদ্বেষপরায়ণ ভাবা হতো। প্রাচীন মিসরে বাঁহাতিরা কখনোই পুরোহিতের দায়িত্ব পালন করতে পারতেন না। ভারতীয় উপমহাদেশেও বাঁহাতিদের নিয়ে নানা ধর্মীয় নিষেধাজ্ঞা ছিল।
আধুনিক সময়ে এসেও বাঁহাতিদের নিয়মিতই পড়তে হয় বিভিন্ন সমস্যায়। নিত্যদিনের ব্যবহারের প্রায় সব সরঞ্জামই তৈরি করা হয় ডানহাতিদের ব্যবহার উপযোগী করে। এ জন্য কম্পিউটার ব্যবহার, গাড়ি চালানো, দরজার লক খোলাসহ বিভিন্ন কাজে ঝামেলা পোহাতে হয় বৈকি।
গবেষণায় দেখা গেছে, বাঁহাতিদের ডান পাশের মস্তিষ্ক বেশি ব্যবহৃত হয়। এ জন্যই সাধারণত বাঁ-হাতিরা বেশি উদ্ভাবনী ক্ষমতাসম্পন্ন হয়ে থাকে। ক্রিস এমসি ম্যামস ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে প্রকাশিত ডানহাতি ও বাঁ-হাতিদের ওপর লেখা একটি বইতে উল্লেখ করা আছে, বাঁ-হাতিদের জীবনের সাফল্য, প্রাপ্তি বা কৃতিত্বপূর্ণ কাজ ডানহাতিদের তুলনায় ঈর্ষণীয়। বলা হয়ে থাকে, তাঁদের আইকিউ বেশি এবং সংগীত ও গণিতে তাঁদের পারদর্শিতা ডানহাতিদের চেয়ে ভালো।