পারিবারিক বিরোধ, ১০ জনকে গুলি করে হত্যা করল বন্দুকধারী

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

পারিবারিক বিরোধের জের ধরে অন্তত দশ জনকে গুলি করে হত্যা করেছে এক বন্দুকধারী। ইউরোপের দেশ মন্টেনেগ্রোর কেন্দ্রীয় শহর সেটিঞ্জেতে শুক্রবার (১২ আগস্ট) এ নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

প্রসিকিউটর আন্দ্রিজানা ন্যাসটিক সাংবাদিকদের বলেন, হামলাকারীর বাড়িতে অবস্থান করা এক মা এবং তার দুই শিশু নিহত হয়েছেন। এক বেসামরিক গুলি চালিয়ে বন্দুকধারীকে হত্যা করলে হামলা শেষ হয়। সেখানকার কর্মকর্তারা জানিয়েছেন, ওই বন্দুকধারী একাই একই পরিবারের তিন জনকে হত্যার পর পথচারীদের ওপর গুলি চালানো শুরু করে।

কর্মকর্তারা জানিয়েছেন, নিজের বাড়িতে অবস্থান করা একই পরিবারের তিন জনকে হত্যার পর ৩৪ বছর বয়সী হামলাকারী বাড়ি ছেড়ে বেরিয়ে যান এবং এরপরই একই হান্টিং রাইফেল ব্যবহার করে আরও সাত জনকে গুলি করে গুলি করে হত্যা করেন তিনি।

প্রসিকিউটর আন্দ্রিজানা ন্যাসটিক শুক্রবার (১২ আগস্ট) এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আপাতত, এটা স্পষ্ট নয় যে এমন জঘন্য কাজ করতে (সন্দেহভাজন) কে প্ররোচিত করেছিল, কোন কারণে সে নিজেই তার জীবন থেকে বঞ্চিত হয়েছিল’। এই ঘটনায় আহত আরও ছয় জন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

গুলি চালানোর ঘটনার জেরে তিন দিনের সরকারি শোক ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী দ্রিতান আবাজোভিক। টেলিগ্রাম পোস্টে তিনি লেখেন, ‘আমি মন্টেনেগ্রোর সব নাগরিককে হামলার শিকার নিরীহ পরিবারের পাশে থাকার আহ্বান জানাচ্ছি’।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.