কুমিল্লার অর্ধশতবর্ষী স্কুল ভবনে চালু হচ্ছে শিক্ষা জাদুঘর

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার একটি গ্রাম রামধনপুর। গ্রামটিতে রয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়। পাশে রয়েছে অর্ধশতবর্ষী মাটির স্কুল ভবন। সেই ভবনে চালু হচ্ছে দেশের প্রথম শিক্ষা জাদুঘর। খবর বাসস’র।

সূত্রমতে, ১৯৭১ সালে রামধনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যাত্রা শুরু হয় বাঁশের বেড়া ও ছনের ছাউনির একটি ভবন দিয়ে। ১৯৭৩ সালে মাটির স্কুল ভবনটি নির্মাণ করা হয়। সে থেকে ১৯৯৪ সালে পাকা ভবন নির্মাণ করার পূর্ব পর্যন্ত পাঠদান হতো এ মাটির ভবনটিতেই। এখানে যারা জ্ঞান অর্জন করেছেন তাদের অনেকেই আজ সমাজে প্রতিষ্ঠিত। তাদের অনেকেরই নাতি-নাতনি এখন স্কুলে পড়াশোনা করছে। তবে পাকা ভবনে। এখন স্কুলে ৩টি নতুন ভবন হয়েছে। দৃষ্টিনন্দন গেট আছে।

এদিকে পরিত্যক্ত মাটির ভবনটি কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে। সেই ভবনে জাদুঘর করার ঘোষণার পর বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি প্রাচীন শিক্ষাসামগ্রী জমা দিতে আসছেন।

সদর দক্ষিণ উপজেলার নির্বাহী কর্মকর্তা শুভাশিস ঘোষ বলেন, এ মুহূর্তে দেশে এরকম কয়টি মাটির প্রাথমিক বিদ্যালয়ের ভবন অক্ষত আছে জানি না। এখানে শিক্ষা জাদুঘর স্থাপন করা হবে। সম্ভবত এটি দেশের প্রথম শিক্ষা জাদুঘর।

মাটির স্কুল ভবনটিতে পাঠদান করেছেন এরকম দুজন সাবেক শিক্ষক, ভবনটিতে পড়াশোনা করছেন এমন কয়েকজন ছাত্র, স্কুল ম্যানেজমেন্ট কমিটির সদস্য, তিনজন ইউপি সদস্য, স্কুলের শিক্ষকমন্ডলী, উপজেলা শিক্ষা অফিসার, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে ভবনটি নিয়ে আলোচনা করি। মাটির স্কুল ভবনটি সংস্কারের জন্য ৫০ হাজার টাকার তহবিল সংগ্রহ করা হয়। সাবেক ছাত্র, শিক্ষক ও স্থানীয় ইউপি সদস্যের সমন্বয়ে পাঁচ সদস্যের সংস্কার কমিটি গঠন করা হয়। এটি সবার জন্য উন্মুক্ত থাকবে।

রামধনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আবদুল হান্নান বলেন, আমিও এ স্কুলের ছাত্র। স্কুলে শিক্ষা জাদুঘর হচ্ছে জেনে এলাকাবাসী আনন্দিত। কাজ শেষ পর্যায়ে রয়েছে। এখন বিদ্যুতর কাজ চলছে। কাজ শেষ হলেই উদ্বোধন করা হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.