চট্টগ্রামের ছেলে শাখাওয়াত শিবলী ১৯৯৮ সাল থেকে থিয়েটার করে আসছেন। মঞ্চ ছেড়ে টেলিভিশন নাটকের জগতে সহকারী পরিচালক হিসেবে অসংখ্য নাটকে নিজেকে প্রস্ফুটিত করে এখন তরুণ জনপ্রিয় নির্মাতাদের একজন শিবলী। জনপ্রিয় চলচ্চিত্র হালদা ছবিতে তিনি সহকারী পরিচালক হিসেবে কাজ করে সুনাম অর্জন করেছেন।
আজকের Young Minds এ থাকছে শাখাওয়াত শিবলীর এগিয়ে যাওয়ার গল্প।