দেশি মুরগির একটা ডিমের দাম আমাদের দেশে কত হতে পারে? বড়জোড় ১৬ টাকা এখন। ব্রিটেনে সে তুলনায় কিছুটা বেশি দাম তো অবশ্যই পড়বে। কিন্তু তাই বলে ৫০ হাজার টাকা! চোখ কপালে উঠার মতোই। শুনতে অবিশ্বাস্য ঠেকলেও সত্যি ৫০০ পাউন্ডে বিক্রি হয়েছে মাত্র ১টি মুরগির ডিম। বাংলাদেশি টাকায় যার মূল্য দাঁড়ায় ৪৮ হাজার ৭৯৮ টাকা!
জানা গিয়েছে, ব্রিটেনের একটি পরিবার মুরগিটিকে ২০ বছর আগে বাড়িতে নিয়ে এসেছিল। তাদের একটি খামারও রয়েছে। পরিবারের সব সদস্যরাই মুরগিগুলোর দেখাশোনা করেন।
মুরগিগুলোর এক একটি নামও দিয়েছে ওই পরিবার। অ্যানাবিল মুলাশি নামে ওই পরিবারের এক সদস্য কিছু দিন আগেই দেখেন যে, টুইনস্কি নামে একটি মুরগি যে কটি ডিম পেড়েছে, তার মধ্যে একটি ডিম আকৃতিগত ভাবে অন্যগুলোর তুলনায় একেবারেই আলাদা।
মুলাশি জানিয়েছেন, টুইনস্কির ওই ডিমের আকৃতি পুরো গোল। যা সম্পূর্ণ ব্যতিক্রম একটি ঘটনা। এর পরই তিনি গুগলে সার্চ করেন এমন কোনও ঘটনা আগে ঘটেছিল কি না। মুলাশি দেখেন, এক কোটিতে এ রকম ঘটনা একটিই হয়।
বিষয়টি জানার পরই মুলাশি ডিমটি বিক্রির জন্য ইন্টারনেটে বিজ্ঞাপন দেন। মুলাশি লিখেন, ‘আমি ডিমটি ই-বেতে বিক্রির জন্য রেখেছি, এরই মধ্যে এর পেছনে ৪৮০ পাউন্ডের মতো দাম হাঁকা হয়েছে।’
মুলাশি আরও লেখেন, ‘তারা খুব বন্ধুত্বপূর্ণ। আমি যদি বাগানে থাকি, তারা আসবে এবং আপনার পায়ের কাছে রোদ স্নান করবে। টুইন্সকির ডাকনাম ল্যাব্রাডর কারণ সে আপনাকে অনুসরণ করবে।’
বিক্রির জন্য পোস্ট দেওয়ার পর আশ্চর্যজনক ভাবে, এক জন ক্রেতাও পেয়ে যান তিনি। যিনি ৫০০ পাউন্ডে কিনে নেন সে ডিম।