‘শনিবার বিকেল’ ছাড়পত্র না পাওয়ায় ক্ষুব্ধ জয়া

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

চার বছর ধরে সেন্সর বোর্ডে আটকে থাকা মোস্তফা সরয়ার ফারুকীর চলচিত্র শনিবার বিকেল নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব টেলিভিশন-সিনেমার তারকারা। ফেসবুক-টুইটারে নিজেদের অ্যাকাউন্টে তারা ক্ষোভ প্রকাশ করে দ্রুত ছবিটির সেন্সর ছাড়পত্র দেওয়ার দাবিও জানাচ্ছেন। এবার সে তালিকায় যোগ হলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

জয়া তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, “পৃথিবীর নানা দেশে যখন সেন্সর বোর্ড নামের বালাইটা উঠে যাচ্ছে, আমাদের দেশে সেটা তখন ফাঁসির রজ্জুর মতো চলচ্চিত্রের গলায় চেপে বসছে। এর সর্বশেষ শিকার এখন মোস্তফা সরয়ার ফারুকীর ‘শনিবার বিকেল’।’’

নিজের ফেসবুক অ্যাকাউন্টে বিষয়টি নিয়ে জয়া আরও বলেছেন, “কোনো চলচ্চিত্রের কাহিনী কী হবে, তারও কি এখন প্রেসক্রিপশন নিয়ে আসতে হবে? চলচ্চিত্রের বিষয় আকাশের তলায় মাটির পৃথিবীর যেকোনো কিছু। চূড়ান্ত কল্পনা, নিরেট বাস্তব, বাস্তব থেকে অনুপ্রাণিত কল্পনা। ‘শনিবার বিকেল’ ছবিতে হোলি আর্টিজানের শোচনীয় ঘটনাটির ছায়া আছে বলে? আসলেই আছে কিনা আমার জানা নেই। যদি থাকেও, তাহলেই বা ছবিটা আটকে দেওয়ার যুক্তি কি? হোলি আর্টিজান ঘটেনি? আমাদের মন থেকে ধুয়েমুছে গেছে?”

জয়া আহসান বলেন, ‘সত্যি বলতে কী, এই ঘটনা কখনোই আমাদের মন থেকে মুছে যেতে পারে না। মুছে যেতে দেওয়া যায়ও না। যে ঘটনার পুনরাবৃত্তি আমরা মোটেও চাই না, আমাদের ছেলেমেয়েদের সামনে থেকে যে পথ চিরকালের জন্য অবরুদ্ধ করে রাখতে চাই, হোলি আর্টিজানের ঘটনা তার জোরালো সতর্কঘণ্টা হিসেবে মন থেকে মনে বাজিয়ে যেতে হবে। ঘণ্টা বাজিয়ে ঘুম থেকে আমাদের মনটাকে জাগিয়ে তোলা তো চলচ্চিত্রেরই একটা কাজ। আমরা চলচ্চিত্রের মুক্তি চাই, সব শিল্পের মুক্তি চাই। কারণ আমরা মানুষের মুক্তি চাই।’

উল্লেখ্য, ‘শনিবার বিকেল’ সিনেমায় বিভিন্ন দেশের শিল্পী অভিনয় করেছেন। এর মধ্যে আছেন বাংলাদেশের জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা, মামুনুর রশীদ, ইরেশ যাকের, ইন্তেখাব দিনার, গাউসুল আলম শাওন, নাদের চৌধুরী, ভারতের পরমব্রত চ্যাটার্জি, ফিলিস্তিনের ইয়াদ হুরানি প্রমুখ। অপরদিকে ওপার বাংলার ‘রবিবার’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তার বিপরীতে ছিলেন টলিউডের সুপারস্টার প্রসেনজিৎ। ছবিটি ২০১৯ সালে মুক্তি পেয়েছিল।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.