পুত্রসন্তানের বাবা-মা হয়েছেন শরিফুল রাজ ও পরীমণি। সোশ্যাল মিডিয়ার এ যুগে এটা এখন পুরোনো খবর। সন্তান জন্মের একদিন পরই পরীমণি নিজের ফেসবুক ওয়ালে সন্তানের ছবি পোস্ট করেছেন, লিখেছেন সন্তানের নামও।
পরীমণির সেই পোস্টে তার ভক্তরা শুভেচ্ছা বার্তা, অভিনন্দনের বন্যা বইয়ে দিয়েছেন। কিন্তু দেশ থেকে নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিনের বিষয়টা খুব একটা ভালো লাগেনি। বিশেষ করে, রাজের সাথে মিলিয়ে ছেলের নাম রাজ্য কেন রাখলেন সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
এমনকি পরীমণির ছেলের ভালো নামটিও পছন্দ হয়নি তার। শাহীম মুহাম্মদের জায়গায় পরমানন্দ প্রাণ রাখার অদ্ভুত প্রস্তাবও দিয়েছেন ভারতে নির্বাসিত এ লেখিকা।
বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুরে ফেসবুকে এই প্রতিক্রিয়া জানান লেখিকা। তসলিমা নাসরিন লিখেছেন, ‘স্বামীর নামের সঙ্গে মিলিয়ে বাচ্চার নাম রাখাটা বিশেষ পছন্দ হয়নি। স্বামীট্বামীরা আজ আছে, কাল নেই। সন্তান তো চিরদিনের। পরী তার নামের সঙ্গে মিলিয়ে সুন্দর একটি বাংলা নাম রাখতে পারতেন।’
তবে, তসলিমার এ প্রস্তাব আবার ভালো লাগেনি তার ভক্তদের। কমেন্ট বক্সে তারা পরীমণির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। আর তসলিমার স্ট্যাটাস নিয়ে নেতিবাচক মন্তব্যও করেছেন অনেকে। অনেকে আবার তার পোস্টকে কেন্দ্র করে হাস্যরসও করছেন। রুদ্র মুহাম্মদ সফিউল্লাহ নামে একজন তসলিমা নাসরিনকে উল্লেখ করে লিখেছেন, ‘কারো বাচ্চা জন্ম নিলে Taslima Nasrin আন্টির কাছ থেকে নাম রাখার অনুমতি নিবেন মাস্ট।’