জন্মের একদিন পরই নিজ সন্তানের ছবি প্রকাশ করলেন আলোচিত অভিনেত্রী পরীমণি। বুধবার (১০ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর এক বেসরকারি হাসপাতালে ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি। বৃহস্পতিবার (১১ আগস্ট) সকাল ১০টার দিকে ফেসবুকে ছেলের সঙ্গে তোলা ছবি পোস্ট করেন তিনি, যেখানে জানান নবাগত সন্তানের নামও। যদিও নিজের অনাগত সন্তানের নাম চলতি বছরের জানুয়ারিতেই ঘোষণা দিয়েছিলেন চিত্রনায়িকা পরীমণি।
শরিফুল রাজ-পরীমণি দম্পতির প্রথম সন্তানের নাম রাখা হয়েছে ‘শাহীম মুহাম্মদ রাজ্য।
ফেসবুক পোস্টে পরীমণি লিখেছেন, Shaheem Muhammad Rajya. তুমি পৃথিবীর জন্যে আলোর বাহক হও। অভিনন্দন তোমাকে। আমাদের রাজপু্ত্র।’
‘গুণিন’ সিনেমায় কাজ করতে গিয়েই রাজের সঙ্গে তাঁর প্রথম দেখা হয়। সেই দেখার মাত্র সাত দিনের মাথায় গোপনে বিয়ে করেন তাঁরা। তারিখটা ছিল ২০২১ সালের ১৭ অক্টোবর। শরীফুল রাজ ও পরীমনির বিয়ের ঘটক ছিলেন পরিচালক গিয়াস উদ্দিন সেলিম। আর উকিল বাবা ছিলেন রেদওয়ান রনি। এই দুজনের চেষ্টায় চার হাত এক হয়।
তবে খবরটি প্রকাশ্যে এনেছেন এ বছরের ১০ জানুয়ারি। একইদিন ঘোষণা করেন, সন্তান আসছে তাদের ঘরে। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন তারা।