প্রথম পাওয়ার প্লে শেষ হওয়ার ঠিক আগেই ধাক্কা খেলো বাংলাদেশ। ম্যাচের নবম ওভারের ৩য় বলে ওপেনার এনামুল হক বিজয়ের সাথে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে ফিরে যান তামিম ইকবাল। সে ওভারে একটি ছক্কা মেরে দলের স্কোর করেন বিজয়।
কিন্তু পরের ওভারের প্রথম বলেই ব্র্যাড ইভানের আঘাত। গোল্ডেন ডাক হাঁকিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন নাজমুল হোসাইন শান্ত। চারে খেলতে নেমে এক বল পরেই ইভানকে উঠিয়ে মারতে যান মুশফিকুর রহিম। বাউন্ডারি লাইনে ফিল্ডিং করতে থাকা এনগ্রাভা উড়ে এসে নিয়ে নেন ক্যাচ। শুন্য রানে ফিরতে হয় মুশফিককেও।
শান্তর ক্যাচটি নিয়েছিলেন মাদেভের। তামিমকে রান আউটও করেন এ দুজন, মাদরেভা ও এনগ্রাভা। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ ১২ ওভারে ৩ উইকেট হারিয়ে ৬০ রান তুলেছে।