কাতার বিশ্বকাপ শুরু হওয়ার কথা ২১ নভেম্বর থেকে। কিন্তু অন্যান্যবারের মতো এবার প্রথম ম্যাচে নেই স্বাগতিক দেশের ম্যাচ। কাতার মাঠে নামবে দুই ম্যাচ পর, তৃতীয় ম্যাচে, মেক্সিকোর বিপক্ষে। তাই উদ্বোধনী অনুষ্ঠান একদিন এগিয়ে এনে সেদিনই সবার আগে মাঠে নামতে চায় কাতার।
উদ্বোধনী দিনেই চারটি ম্যাচ আয়োজিত হওয়ার কথা বর্তমান ফিক্সচার অনুযায়ী। তবে ২০০৬ সালের জার্মানি বিশ্বকাপের পর থেকেই উদ্বোধনী দিনে প্রথমে আয়োজক দেশের খেলা দিয়ে বিশ্বকাপ শুরু হয়।
এই ফিক্সচার অনুযায়ী কাতারের ম্যাচের আগে আরও দুটি ম্যাচ রয়েছে। সেনেগাল-নেদারল্যান্ডস এবং ইংল্যান্ড-ইরান ম্যাচের পর কাতার-মেক্সিকোর ম্যাচটি আয়োজিত হওয়ার কথা। এরপর যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে ওয়েলস।
আয়োজক দেশ কাতার ফিফার নিকট আবেদন করেছে ২০ নভেম্বরে তাদের ম্যাচটি আয়োজন করার। কাতার এবং মেক্সিকোর ম্যাচটি ২০ নভেম্বর আয়োজন করে সেদিনই উদ্বোধনী অনুষ্ঠান করতে। ঐদিন একটি ম্যাচই হবে। আর বাকি তিনটি ম্যাচ আয়োজিত হবে আগের ফিক্সচার অনুযায়ী।
তবে এটা এখনো নিশ্চিত নয়। ফিফার কাছে কাতারের এই আবেদন এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। এটা অনুমোদনের জন্য ফিফা কাউন্সিল ব্যুরোর অনুমতি লাগবে। যার প্রধান ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্যান্টিনো এবং তার সঙ্গে রয়েছেন উয়েফা, কনমেবল কনকাফ, সিএএফ, এফসি এবং ওএফসির প্রধান।
কাতারের আবেদন কতটা বিবেচিত হয়, তা জানা যাবে খুব শীঘ্রই।