‘পরাণ’ সিনেমার পর আবারও জুটি বাঁধতে যাচ্ছেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম ও অভিনেতা শরিফুল রাজ। এবার তাদের দেখা যাবে ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘দামাল’-এ। ফরিদুর রেজা সাগরের গল্প নিয়ে নির্মিত দামাল সিনেমায় এই দুজনের পাশাপাশি দেখা যাবে সিয়াম আহমেদ, সুমিত, রাশেদ অপু ও শাহনাজ সুমিসহ আরও অনেককে। দুটি বিশেষ চরিত্রে দেখা যাবে ইন্তেখাব দিনার ও আসাদুজ্জামান নূরকে।
রায়হান রাফী পরিচালিত সিনেমাটি সেন্সর বোর্ডে প্রদর্শিত হয়েছে, প্রদর্শন শেষে পেয়েছে ‘নো অবজেকশন’ সার্টিফিকেটও। চ্যানেল আই সূত্রে জানা গেছে, দামাল মুক্তি দেওয়া হতে পারে আগামী ডিসেম্বর মাসে।
মুক্তিযুদ্ধের সময়কার স্বাধীন বাংলা ফুটবল দলের গল্প নিয়ে তৈরি হয়েছে দামাল সিনেমাটি। ফুটবল খেলে অর্জিত অর্থ মুক্তিযোদ্ধাদের জন্য ব্যয় করছেন। এছাড়াও মুক্তিযুদ্ধের অনেক অজানা কাহিনী উঠে আসবে সিনেমাটিতে।
২০২০ সালের ২৫ নভেম্বর থেকে ছবিটির শুটিং শুরু হয়। ‘দামাল’ এর গল্প নিয়ে পরিচালক রায়হান রাফী বলেন, প্রায় ৪ শতাধিক মানুষের ইউনিট নিয়ে ‘দামাল’ এর কাজ করেছি। যেখানে মুক্তিযুদ্ধের সময়কার স্বাধীন বাংলা ফুটবল দলের গল্প থাকবে। দেখা যাবে, দেশ স্বাধীন হয়নি অথচ ফুটবল টিম গঠন হয়েছে। তারা ফুটবল খেলে অর্জিত অর্থ মুক্তিযোদ্ধের জন্য ব্যয় করছেন। যেটি ইতিহাসের অংশ।