জিম্বাবুয়ের সাথেও এখন হোয়াইট ওয়াশ এড়াতে লড়তে হচ্ছে বাংলাদেশ দলকে। আজ বুধবার (১০ এপ্রিল) দুপুরে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ, যেখানে লাল সবুজের একমাত্র লক্ষ্য ধবল ধোলাই এড়ানো। জিম্বাবুয়ের কাছে সিরিজের প্রথম দুই ওয়ানডেতেই ৫ উইকেটের ব্যবধানে হেরে কোনঠাাসা বাংলাদেশ।
ওয়ানডে ফরম্যাটের ইতিহাসে এর আগে দু’বার জিম্বাবুয়ের কাছে হোয়াইটওয়াশ হয়েছিলো বাংলাদেশ। ২০০১ সালে প্রথম দুটি দ্বিপাক্ষিক সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিলো টাইগাররা। এরপর পূর্ণ শক্তির জিম্বাবুয়ে আর কখনও বাংলাদেশকে হোয়াইটওয়াশ করতে পারেনি।
জিম্বাবুয়ের বিপক্ষে ৮০ ম্যাচে ৫০টিতে জয় এবং ৩০টিতে হার বাংলাদেশের। তবে হোয়াইটওয়াশ এড়াতে দলে কিছু পরিবর্তন আনতে পারে টাইগাররা। পেসার শরিফুল ইসলামের জায়গায় একাদশে সুযোগ হতে পারে আরেক পেসার এবাদত হোসেনের, তাসকিনের জায়গায় ফিরতে পারনে মোস্তাফিজ।
উদ্বোধনী জুটিতে বিজয়ের পরিবর্তে তামিমের সাথে জুটি বাঁধতে পারেন নাইম শেখ,, সেক্ষেত্রে বিজয় খেলবেন ৩ নম্বরে, শান্তর জায়গায়। ৪ থেকে ৭ নাম্বার জায়গা আগের মতোই অপরিবর্তিত থাকবে মুশফিক, রিয়াদ, আফিফ ও মেহেদি মিরাজের জন্য। ৮ নাম্বারে তাইজুলের বদলে আজ খেলবেন নাসুম আহমেদ। ৯, ১০ ও ১১ নাম্বারে খেলবেন ৩ পেসার হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান ও এবাদত হোসেন।