অনলাইন জুয়ার সাইট বেটউইনারের অঙ্গপ্রতিষ্ঠান বেটউইনার নিউজ পোর্টালের সঙ্গে চুক্তি নিয়ে টেস্ট অধিনায়ক সাকিব আল হাসানের যুক্তি মানছে না বিসিবি। সম্প্রতি বেটউইনার নিউজের সঙ্গে দূত হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন সাকিব আল হাসান।
জুয়া সম্পর্কিত কোনোকিছুর সঙ্গে যুক্ত হওয়া বিসিবির নিয়মনীতি ও দেশের আইনের বিরোধী। সাকিব বলেছেন যে তিনি সরাসরি জুয়ার সাইটের সঙ্গে চুক্তি করেননি। বেটউইনার নিউজ সাইটে ঢুকলেই দেখা যাবে লাল রঙে লেখা একটা সতর্কবার্তা। ‘সতর্কতা! সন্দেহ এড়াতে জানানো হচ্ছে, এই সাইটের সঙ্গে কোনো ধরনের বাজি বা জুয়া কার্যক্রমের সম্পর্ক নেই! এটা শুধু ক্রীড়া বিষয়ক নিউজ পোর্টাল! শীঘ্রই ম্যাচ সম্প্রচারের পাশাপাশি বিশ্লেষণধর্মী অনুষ্ঠান আমাদের প্ল্যাটফর্মে থাকবে! আপনি যদি বাজি বা জুয়া খেলার সুযোগ খুঁজতে এই সাইটটি পরিদর্শন করেন, দয়া করে, এখনই বেরিয়ে যান! বোঝার জন্য ধন্যবাদ।’
বেটউইনার নিউজ পোর্টালের সঙ্গে জুয়ার কোনো সম্পৃক্ততা নেই বলে উল্লেখ করেছেন সাকিব।
সোমবার (৮ আগস্ট) মিরপুরে সাংবাদিকদের কাছে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস বলেছেন, সাকিবের যুক্তি না মেনে ইস্যুটি দ্রুত সমাধান করতে চায় বিসিবি। সাকিবের সঙ্গে এ বিষয়ে আলাপ-আলোচনা চলমান রয়েছে বলেও জানান তিনি।
জালাল ইউনুস বলেন, আমরা এটা মানছি না বলেই তাকে জানানো হয়েছে। সে আমাদের খেলোয়াড়, সে-ও বুঝবে। আর কেউ তো বিতর্কিত কোথাও জড়াতে চায় না। জেনে হোক, অজান্তে হোক কিংবা ভুলে, আমরা তাকে বলেছি…এটা সমাধানের চেষ্টা করছি। আশা করছি, দ্রুত সমাধান করে ফেলব।