মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। প্রায় প্রতিদিনই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন রোগীরা। দেশে গত ২৪ ঘণ্টায় ৭৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ে ডেঙ্গুতে কেউ মারা যাননি।
সোমবার (৮ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, নতুন ভর্তি হওয়াদের মধ্যে ৫৯ জনই ঢাকার বাসিন্দা। আর ঢাকার বাইরের হাসপাতালে নতুন করে ২০ জন ভর্তি হয়েছেন।
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি থাকা মোট ৩৬০ জনের মধ্যে ২৮৬ জনই ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন। আর ঢাকার বাইরে ৭৪ জন ভর্তি। চলতি বছরে হাসপাতালে মোট রোগী ভর্তি হহয়েছেন ৩ হাজার ২৬৩ জন। এর মধ্যে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে জুন মাসে মারা যায় একজন। জুলাই মাসে মারা যায় ৯ জন। আর আগস্টের প্রথম আট দিনে মারা গেছে বাকি ৫ জন।
এ বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা পর্যালোচনা করলে দেখা যায়, এ পর্যন্ত কক্সবাজার জেলায় বেশি মৃত্যু হচ্ছে। এ পর্যন্ত মারা যাওয়া ১৫ জনের মধ্যে ৯ জনই কক্সবাজার জেলার। বাকি ৬ জন ঢাকার।