সমীরণ চাকমা, রাঙ্গামাটি প্রতিনিধি: করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে সরকার ঘোষিত লকডাউন কার্যকর এবং জনগণকে মাস্ক বিতরণসহ জনসচেতনতামুলক প্রচারণা অভিযান অব্যাহত রেখেছে কাপ্তাই থানা পুলিশ।
সোমবার (২৮ জুন) কাপ্তাই উপজেলার বড়ইছড়ি সদরে কাপ্তাই থানার ওসি মোঃ নাসির উদ্দীন এবং ওসি (তদন্ত) আকতার হোসেন সহ থানার পুলিশ সদস্যরা এই জনসচেতনতামুলক প্রচারণা অভিযান পরিচালনা করেন।
এসময় কাপ্তাই থানার ওসি মোঃ নাসির উদ্দীন অত্র উপজেলায় করোনা সংক্রমন দিন দিন বৃদ্ধি পাওয়ায় জনসাধরনকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি সরকার ঘোষিত লকডাউন কার্যকরে নির্দেশনাসমূহ প্রতিপালন করার জন্য মাইকিং এর মাধ্যমে প্রচারনা চালান। এছাড়াও কাপ্তাই থানার পক্ষ থেকে পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।।